ডেবড়ায় ফের ট্যারেন্টুলার হানা! গতকাল রঘুনাথপুরের পর আজ কামারশালে

Last Updated:

ডেবড়ায় ফের ট্যারান্টুলার হানা! গতকাল রঘুনাথপুরের পর আজ কামারশালে

#ডেবড়া: আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের দেখা মিলল ট্যারেন্টুলার। রঘুনাথপুরের পর এবার কামারশাল। স্থানীয় এক বাসিন্দার রান্নাঘর থেকে উদ্ধার হল আরও একটি মাকড়শা। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ফিরল ২০১৬ সালের স্মৃতি।
ফের ডেবরায় ট্যারেন্টুলা। সত্যপুরের কামারশাল গ্রামের বাসিন্দা প্রদীপ কুর। রবিবার সকালে তাঁর বাড়িরই রান্নাঘরে দেখা মেলে মাকড়শাটির। পরে প্রদীপ নিজেই সেটিকে বোতলবন্দি করে বন দফতরের হাতে তুলে দেন।
গত শুক্রবার রাতে ট্যারেন্টুলার কামড় খান এক অন্তঃস্বত্ত্বা। ঘটনাটি ঘটে ডেবরা ব্লকেরই রঘুনাথপুরে। সেই খবর সম্প্রচারিত হতেই শনিবার গ্রামে পৌঁছান বন দফতরের কর্মীরা। মাকড়শাটিকে পাকড়াও করে নিয়ে যান তাঁরা। আক্রান্ত মমতা পাত্র সাঁতরার অবস্থা এখন স্থিতিশীল। তবে আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুটি ট্যারেন্টুলা ধরা পড়ায় আতঙ্কিত ডেবরার মানুষ। কারণ, এর আগে ২০১৬ সালেও এলাকায় ট্যারান্টুলার দেখা মিলেছিল। সেবার মাকড়শার কামড় খেয়েছিলেন ৫০-৬০জন!
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেবড়ায় ফের ট্যারেন্টুলার হানা! গতকাল রঘুনাথপুরের পর আজ কামারশালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement