Pesticides are selling in Black Market: ভর্তুকির সার বিক্রি হচ্ছে কালোবাজারে, আলু চাষীদের মাথায় হাত

Last Updated:

সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সার (Paschim Medinipore) নিয়ে কালোবাজারি (Black Market),চড়া দামে সার (Pesticide) কিনতে নাভিশ্বাস পড়ছে কৃষকদের (Farmer)।

আলুর টুকরো: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই আলুর ব্যবহার করেন। কিন্তু ঘামের দুর্গন্ধ দূর করতেও যে এর জুড়ি নেই এটা ক'জন জানেন! আলু পাতলা স্লাইস করে কেটে নিয়ে দুটো বগলে ঘষতে হবে ৩০ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেললেই হবে। এক সপ্তাহ করলেই ধীরে ধীরে বগলের গন্ধ দূর হয়ে যাবে।
আলুর টুকরো: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকেই আলুর ব্যবহার করেন। কিন্তু ঘামের দুর্গন্ধ দূর করতেও যে এর জুড়ি নেই এটা ক'জন জানেন! আলু পাতলা স্লাইস করে কেটে নিয়ে দুটো বগলে ঘষতে হবে ৩০ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেললেই হবে। এক সপ্তাহ করলেই ধীরে ধীরে বগলের গন্ধ দূর হয়ে যাবে।
#পশ্চিম মেদিনীপুর: সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সার (Paschim Medinipore) নিয়ে কালোবাজারি (Black Market),চড়া দামে সার (Pesticide) কিনতে নাভিশ্বাস পড়ছে কৃষকদের (Farmer)। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কৃষকেরা চড়া দামে সার (Pesticides are selling in black market) কিনে চরম আর্থিক ক্ষতির মুখে। এখন আলু (Potato) চাষের মরশুম ৷
ঘাটালের কিছু এলাকা সহ চন্দ্রকোনা আলু (Potato) চাষের গড় হিসাবে পরিচিত। আলু  (Potato) চাষের জন্য আধিক পরিমানে রাসায়নিক সার  (Pesticide) প্রয়োজন। আলু (Potato) চাষের শুরুতে রাসায়নিক সারের কালোবাজারির Pesticides are selling in black market) অভিযোগ তুলছেন কৃষকেরা (Farmer) । কৃষকদের অভিযোগ যে রাসায়নিক সার তারা আগে কিনতেন হাজার বারোশো টাকা এখন তাদের ১৬০০,১৭০০ টাকায়। এমনকি রাসায়নিক সারের প্যাকেটে যে দাম লেখা আছে তার থেকেও অধিক মূল্যে নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না পাকা বিল। এই ধরনের রাসায়নিক সারের কালোবাজারির অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসল প্রশাসন ।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipore) জেলার চন্দ্রকোনা বিভিন্ন এলাকায় ব্লক প্রশাসনের উদ্যোগে রাসায়নিক সারের (Pesticide)  বিক্রেতাদের দোকানে গিয়ে হানা দিল প্রশাসনে আধিকারিকরা। স্টক রেজিস্টার থেকে শুরু করে দাম সমস্ত কিছু খতিয়ে দেখেন তারা। এমনকি অতিরিক্ত দাম নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা ।
advertisement
আর এদিকে আলু (Potato) চাষের মরশুম আলুতে লাভ হবে না ক্ষতি তা জানেনা চাষিরা, একদিকে আলুর দাম তার উপরে সারের, সবে মিলে চরম সমস্যায় চাষীরা (Farmer) ।
advertisement
সার বিক্রেতাদের দাবি চাহিদামতো রাসায়নিক সার মিলছে না, চড়া দামে সার কিনতে হচ্ছে তাদের তাই বেশি দামে সার বিক্রি করতে হচ্ছে ব্যাবসায়ীদের। এখানেই প্রশ্ন উঠছে সরকারের ভরতুকি দেওয়া সার কি ভাবে বেশি দামে বিক্রি করছেন ব্যাবসায়ীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pesticides are selling in Black Market: ভর্তুকির সার বিক্রি হচ্ছে কালোবাজারে, আলু চাষীদের মাথায় হাত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement