Parthenium: চিকিৎসা করিয়ে সুস্থ হবেন কি! হাসপাতালেই রোগের বাসা! চিন্তায় রোগীরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা এখন চিন্তায়
দক্ষিণ দিনাজপুর: ফুসফুস রোগের চিকিৎসা করাতে এসেই যেন ফুসফুসে সংক্রমণের আতঙ্ক বালুরঘাট জেলা হাসপাতালে। চিকিৎসকের পরামর্শে সিবি ন্যাট ল্যাবরেটরিতে আসছেন রোগীরা। কিন্তু হাসপাতাল চত্বরেই লুকিয়ে আর এক বিপদের সম্ভাবনা! জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির যক্ষা বিভাগের পরীক্ষাগারের সামনেই মাথা তুলেছে পার্থেনিয়াম গাছের ঘন জঙ্গল। শুধুমাত্র পরীক্ষাগারে সামনে নয়, হাসপাতাল জুড়েই যত্রতত্র নোংরার পাশাপাশি পার্থেনিয়াম গাছের জঙ্গল। ফুসফুসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় রীতিমত উদ্বিগ্ন রোগীর পরিজনেরা। প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের নাকের ডগায় এত বড় বিষাক্ত আগাছার জঙ্গল কীভাবে তৈরি হল? কিম্বা বিষাক্ত এই গাছের জঙ্গল দীর্ঘদিন যাবৎ মাথা তুলে থাকবার পরেও কেন হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের!
হাসপাতালের ভেতরে এমন ছবি দেখে রীতিমত ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, যেখানে পরিচ্ছন্নতা আর জীবাণুমুক্ত পরিবেশ সবচেয়ে জরুরি, সেখানে এমন বেপরোয়া মনোভাব ও অবহেলা মেনে নেওয়া যায় না। এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, “নিয়মিত হাসপাতাল পরিদর্শনে বের হই। বিষয়টি তাদের নজরে এসেছে। বর্ষার সময় গাছ একটু তাড়াতাড়ি বেড়ে যায়। যে অ্যাসিস্ট্যান্ট সুপার এই দায়িত্বে রয়েছেন তাঁকে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে গাছ কাটার ব্যবস্থা করা হচ্ছে।”
advertisement
advertisement
সাধারণত বিষাক্ত পার্থেনিয়াম গাছ যে কতটা ক্ষতিকারক, তা বলার অপেক্ষা রাখে না। এই গাছে থেকে ছড়ানো পরাগরেণু শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। অ্যালার্জি, হাঁপানি এমনকি ব্রঙ্কাইটিসের মত জটিল সমস্যাও তৈরি হতে পারে। বালুরঘাট জেলা হাসপাতালের ভেতরে যেখানে যক্ষা রোগ চিহ্নিত করতে আসছেন বহু মানুষ, ঠিক সেই পরীক্ষাগারের পাশে ও সামনেই শ্বাসকষ্ট বাড়াতে পারে এমন বিষাক্ত গাছের দেদার বংশ বিস্তার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমনকি এর পাশেই রয়েছে বহির্বিভাগ। যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ডাক্তার দেখাতে আসেন। চিকিৎসকরা এই গাছের ক্ষতিকারক দিক নিয়ে বারবার মুখ খোলেন। কিন্তু সেই বিষাক্ত গাছেই কার্যত ছেয়ে রয়েছে যেখানে চিকিৎসকদের নিয়মিত আনাগোনা। তবে শুধুমাত্র কি আশ্বাসেই রক্ষা পাবে রোগীরা? হাসপাতাল কর্তৃপক্ষের নজরের আড়ালে কীভাবে থেকে যাচ্ছে গাছগুলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 7:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Parthenium: চিকিৎসা করিয়ে সুস্থ হবেন কি! হাসপাতালেই রোগের বাসা! চিন্তায় রোগীরা