Parrot Rescued: পাচারের আগেই উদ্ধার প্রচুর টিয়া, বন দফতরের অভিযানে গ্রেফতার ১
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Parrot Rescued: পাখিগুলিকে রমনাবাগান অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তারা উড়তে সক্ষম মনে হলে পাখিগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে
বর্ধমান: পাচারের আগেই দেশি টিয়া পাখি-সহ গ্রেফতার করা হল একজনকে। ঘটনাস্থল থেকে উদ্ধার ৩৮টি টিয়া পাখির শাবক। বর্ধমানের তিনকনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে টিয়া পাখি-সহ এক জনকে গ্রেফতার করে বনদফতরের আধিকারিকরা। পাখিগুলিকে রমনাবাগান অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তারা উড়তে সক্ষম মনে হলে পাখিগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ধৃত ব্যক্তির নাম শেখ ইসরাইল। তার বাড়ি বর্ধমানের দুবরাজদিঘি এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে , বর্ধমান তিনকনিয়া পুরনো বাসস্ট্যান্ড এলাকা থেকে টিয়াপাখি নিয়ে আরামবাগে পাচার করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। এরপরেই শহরের ওই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বন দফতর।
এদিন ভোর ৪টে নাগাদ তিনকনিয়া বাসস্ট্যান্ডের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে দুটি নাইলনের ব্যাগে খাঁচার ভিতর থেকে ৩৮ টি ভারতীয় টিয়া পাখির শাবক উদ্ধার করে বন দফতরের আধিকারিকরা। ঘটনায় শেখ ইসরাইলকে গ্রেফতার করা হয়। পাখিগুলি বাজেয়াপ্ত করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : এ বছর পয়লা বৈশাখ কবে, কোন নতুন বঙ্গাব্দে পা দেব আমরা, জানুন তারিখ ও বার
বুধবার ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয় । যদিও ধৃত শেখ ইসরাইল জানিয়েছেন যে এই পাখি তাঁর নয়। বন দফতরের আধিকারিকরা জানান, এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েক জন জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ওই পাখিগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন : পার্সের জন্য মেনে চলুন এই বাস্তু টিপস, টাকাপয়সার অভাব থাকবে না
জানা গিয়েছে, পাখি পাচার রুখতে এখন অনেক সক্রিয় বন দফতর। সে কারণে বিভিন্ন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। সে কারণে খুব ভোরের সময়কে পাচারের জন্য বেছে নিচ্ছে তারা। ওই সময় বন দফতরের নজরদারি কম থাকে। সেই সুযোগে সড়ক পথে বাসে বা অন্যান্য গাড়িতে পাখি পাচার চলছিল। এ ব্যাপারে গোপন সূত্রে খবর আসায় অভিযানে নামা হয়। সেই অভিযানেই এক জন পাচারকারীকে গ্রেফতার ও পাখিগুলিকে উদ্ধার করা সম্ভব হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 6:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Parrot Rescued: পাচারের আগেই উদ্ধার প্রচুর টিয়া, বন দফতরের অভিযানে গ্রেফতার ১