corona virus btn
corona virus btn
Loading

ওরে আমার সোনারে থেকে ভাত দাও, কথা বলে ভুবন ভুলিয়েছে টিয়াপাখি, মুগ্ধ সবাই

ওরে আমার সোনারে থেকে ভাত দাও, কথা বলে ভুবন ভুলিয়েছে টিয়াপাখি, মুগ্ধ সবাই

এই ঘটনা সবাইকে খুশি করেছে

  • Share this:

সোশ্যাল মিডিয়া অনেক ধরনের শিক্ষা দেয় সেই শিক্ষা জীবনকে এক নতুন মাত্রা দেয়, দেয় নতুন শিক্ষাও ৷ জীবন নতুন করে গড়ে তোলার অন্য নামই জীবন ৷ মানুষের সঙ্গে সঙ্গে জীবনের বিভিন্ন সময়ে পশুপাখিরা জীবনকে সমৃদ্ধ করে থাকে ৷ শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই মানুষকে সমৃদ্ধ করতে পারেনা ৷ সামাজিক শিক্ষাও প্রবল পরিমাণে দরকার ৷

মানুষের মন খারাপ বা ভাল থাকুক সেই সময়ের অত্যন্ত ভাল বন্ধু হতে পারে ৷ বিভিন্ন পশু ও পাখি ৷ এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখতে পাওয়া গিয়েছে একটি টিয়াপাখি এক্কেবারে মানুষের মত কথা বলছে ৷ ওরে আমার সোনারে, হ্যালো দিদি থেকে যা শুনছে তাই বলছে এমন এক পাখির সংস্পর্শে এসে মন ভাল না হলে পারে ৷

তবে যতবার না বলা হয় ততবারই বলছে ওরে আমার শোনা ৷ এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে ৷ ভাত দাও থেকে আদরে আব্দারে বাড়ির সবার মন জয় করেছে এই টিয়াপাখি ৷ এই ভিডিওটি কবেকার সেই বিশ্লেষণে না গিয়ে ৷ ভিডিওটি থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটি হল বনের পাখিও পোষ মানলে কোনও মানুষের সঙ্গে প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলে ৷

First published: November 14, 2019, 1:49 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर