Parked Car Sank: রাতে পার্কিং করে রাখা গাড়ি ঘুম থেকে উঠে দেখলেন পুকুরে ভাসছে! এ কী কাণ্ড
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Parked Car Sank: বিধাননগর লাগোয়া দত্তাবাদের জোড়া পুকুরের পাড় ভেঙে ওই গাড়ি পুকুরে পড়েছে বলে দাবি স্থানীয়দের। গোটা ঘটনায় স্তম্ভিত এলাকাবাসীরা
উত্তর ২৪ পরগনা: রাতে রাস্তায় গাড়ি পার্ক করে নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু সকালে উঠে দেখলেন সেই গাড়িই ভাসছে মাঝ পুকুরে! সকালে এমন ছবি দেখে রীতিমতো অবাক সকলে। ঘটনাটি দত্তাবাদের। কীভাবে এমন আজব কাণ্ড ঘটল আসুন সেটা জেনে নেওয়া যাক।
বিধাননগর লাগোয়া দত্তাবাদের জোড়া পুকুরের পাড় ভেঙে ওই গাড়ি পুকুরে পড়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীদের থেকে জানা গিয়েছে, রাতে ওই গাড়িটি সহ আরও বেশ কয়েকটি যানবাহন ওখানে পার্কিং করা ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখতে পান এই গাড়িটি সহ আরও বেশ কয়েকটি গাড়ি পুকুরে পড়ে গিয়েছে। এরপর খবর দেওয়ায় ক্রেন এসে বাকি গাড়িগুলি পুকুর থেকে উদ্ধার করতে পারলেও এটির একাংশ ডুবে থাকায় তা এখনও সম্ভব হয়নি।
advertisement
advertisement
বর্তমানে এই গাড়িটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে সম্পূর্ণভাবে পুকুরের মধ্যে চলে না যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই পুকুর লাগোয়া গার্ড ওয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। এই জায়গা থেকে রাস্তায়ও ফাটল ধরতে শুরু করে। এরপরই বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে গিয়েই এই বিপত্তি ঘটেছে বলে এলাকাবাসীদের অভিমত। এই রাস্তা ব্যবহার করেই প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন গন্তব্যে, সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে পুকুরপাড় ভাঙতে থাকলে আগামী দিনে আরও বাড়বে। তাই অবিলম্বে এই পুকুরপাড় বাঁধাইয়ের দাবি জানানো হয়েছে। তবে এদিন সকালের এই ঘটনা দেখতে এখন অতি উৎসাহী মানুষজন ভিড় জমাচ্ছেন ওই এলাকায়। অনেকেই মুঠোফোনে বন্দি করছেন গাড়ি পুকুরে পড়ে যাওয়ার ছবি।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 1:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Parked Car Sank: রাতে পার্কিং করে রাখা গাড়ি ঘুম থেকে উঠে দেখলেন পুকুরে ভাসছে! এ কী কাণ্ড