এমন কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? সাড়া পড়ে গেল পাড়ায় পাড়ায়!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
Last Updated:
আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হঠাৎ হাজির SDO, BDO, MLA তারপর কি হলো দেখুন ।
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী : ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে হঠাৎ হাজির এসডিও, বিডিও এবং এমএলএ তারপর কী হল? আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। অর্থাৎ প্রত্যেকটি জেলার গ্রাম পঞ্চায়েত এলাকার তিনটি করে বুথকে নিয়ে একটি করে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এটি শুরু হয়েছে দুই আগস্ট থেকে এবং চলবে তিন নভেম্বর পর্যন্ত।
শুধুমাত্র রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া টানা কর্মসূচি পালিত হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে, তা নিয়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন রকমের কর্মসূচি নিতে দেখা যায় রাজ্য সরকারকে।
এত প্রকল্পের মধ্যে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্পের ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের পক্ষ থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নামের একটি কর্মসূচি ঘোষণা করেছেন যেখানে বলা হয়েছে প্রত্যেক এলাকার উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। পুরো রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়েও পালিত হচ্ছে এই কর্মসূচি।
advertisement
advertisement
সেইমত মঙ্গলবার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের বাবুলাল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।
যেখানে হঠাৎ হাজির হন বাঁকুড়া সদর মহকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত, বড়জোড়া বিডিও কার্তিক চন্দ্র রায় ও বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলক মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ। এই দিন তারা এই ক্যাম্প পরিদর্শন করেন এছাড়াও তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে খতিয়ে দেখেন যে কোন এলাকায় কোন কাজের জন্য কতগুলো নাম উন্নতিভুক্ত হয়েছে। কোন এলাকায় উন্নয়নের খামতি রয়েছে এছাড়াও ঠিকঠাক ভাবে পুরো ক্যামটি পরিচালন হচ্ছে কিনা সেটাও তারা এই দিন খতিয়ে দেখেন।
advertisement
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রত্যেক বুথ পিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বুথ এলাকার উন্নয়নের জন্যই এই চিন্তাভাবনা নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই বিষয়ে প্রত্যেক বুথে একটি করে টিম গঠন করা হয়েছে যারা নিজেদের এলাকার উন্নয়নের কথা তুলে ধরছেন এই ক্যাম্পে। এই টিমের মধ্যেই একজন করে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি নিজেদের পাড়ার মানুষের সঙ্গে আলোচনা করে এবং টিম মেম্বারদের সঙ্গে আলোচনা করে নিজের এলাকার উন্নয়নের কাজ করাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 06, 2025 5:43 PM IST









