জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে ওটা কী? চাপ চাপ রক্ত...কাছে যেতেই স্থানীয়রা শিউরে উঠলেন
- Reported by:Sujit Bhowmik
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
স্থানীয় বাসিন্দারদের মধ্যে হইচই পড়ে যায়। ঝোপের মধ্যে রহস্যজনক দৃশ্য দেখে পুলিশকে খবর দেন।
পাঁশকুড়ার জানাবাড় এলাকায় হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধার থেকে ঝোপের মধ্যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঝোপের মধ্যে দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, মৃতের শরীরের একাধিক জায়গায় রয়েছে গুরুতর আঘাতের চিহ্ন। ফলে এটি যে স্বাভাবিক মৃত্যু নয়, বরং রহস্যজনক, তা নিশ্চিত করছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ফলে ঘটনার পেছনে খুন নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা ঘিরেই উঠছে প্রশ্ন।
advertisement
advertisement
এলাকাজুড়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, গভীর রাতেই সম্ভবত দেহটি জাতীয় সড়কের ধারেকাছে ফেলে রাখা হয়। পুলিশের তরফে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।
advertisement
এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে—জাতীয় সড়কের পাশে রাতের বেলায় নিরাপত্তা কতটা সুরক্ষিত? কে বা কারা এমনভাবে দেহ ফেলে গেল? এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 18, 2025 12:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে ওটা কী? চাপ চাপ রক্ত...কাছে যেতেই স্থানীয়রা শিউরে উঠলেন







