২ দিন আগেই হোটেলে একসঙ্গে রাত কাটিয়েছিলেন! সিঙ্গুরে তরুণী নার্সের প্রেমিকের চাঞ্চল্যকর বয়ান! মৃত্যুরহস্যে নয়া মোড়
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Singur Nurse death mystery: দিন কয়েক আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের দীপালি। তাঁর বাবা সুকুমার জানা জানান, বেঙ্গালুরু থেকে নার্সিং পড়ে বাড়ি ফিরেছিলেন দিন কয়েক আগে। এক বান্ধবীর সূত্র ধরে চাকরি পান সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় এক নার্সিংহোমে। বুধবার রাতে সেই নার্সিংহোমের একটি ঘর থেকে পাওয়া যায় দীপালির ঝুলন্ত দেহ।
রানা কর্মকার, সিঙ্গুর: সিঙ্গুরের এক নার্সিংহোমে নার্সিং পড়ুয়া দীপালি জানার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রেমিক রাধাগোবিন্দ ঘটনকে। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে নার্সের প্রেমিকের বয়ানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! ঘুরে গেল ঘটনার মোড়।
তদন্তে জানা গিয়েছে, সম্প্রতি দীপালি বিয়ের জন্য রাধাগোবিন্দকে চাপ দিচ্ছিলেন। কিন্তু প্রেমিক বারবার নানা অজুহাতে সেই প্রস্তাব এড়িয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতেই মানসিক অবসাদে ভুগে দীপালি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
advertisement
advertisement
ধৃত রাধাগোবিন্দের কাজ ছিল এক বেসরকারি নার্সিংহোমের ডায়ালিসিস বিভাগে। কাজের সূত্র ধরেই দীপালির সঙ্গে তার পরিচয় ও পরবর্তীতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
advertisement
গত বৃহস্পতিবার সিঙ্গুরের বোড়াই নার্সিংহোমের চারতলা থেকে উদ্ধার হয়েছিল দিপালী জানা নামে এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ৷ নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রীতিমতো রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি৷ টানাপোড়েনের পর কল্যাণীর এইমস হাসপাতালে মৃত নার্সিং পড়ুয়ার দেহের ময়নাতদন্ত হয়৷ বিকেলে নন্দীগ্রামের রায়নগর গ্রামের বাড়িতে পৌঁছয় মৃত দিপালী জানার দেহ৷
দিন কয়েক আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের দীপালি। তাঁর বাবা সুকুমার জানা জানান, বেঙ্গালুরু থেকে নার্সিং পড়ে বাড়ি ফিরেছিলেন দিন কয়েক আগে। এক বান্ধবীর সূত্র ধরে চাকরি পান সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় এক নার্সিংহোমে। বুধবার রাতে সেই নার্সিংহোমের একটি ঘর থেকে পাওয়া যায় দীপালির ঝুলন্ত দেহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 11:39 AM IST