Old House Collapse: অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Old House Collapse: দিন কয়েক ধরে সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে হুগলি জেলাজুড়ে। বৃষ্টির কারণেই পুরনো পরিতক্ত বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে
হুগলি: জেলার প্রাচীন কিছু জনবসতির মধ্যে অন্যতম জায়গা হল উত্তরপাড়া। এখানে রয়েছে পুরনো বেশকিছু বাড়ি। কালের নিয়মে সেই বাড়িগুলির এখন জীর্ণদশা। এরই মধ্যে বাড়ি ভেঙে পড়ার আতঙ্ক তৈরি হচ্ছে এলাকার মানুষের মধ্যে। বৃহস্পতিবার বিকালে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তার উপরে। তারপর থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক ধরে সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে হুগলি জেলাজুড়ে। বৃষ্টির কারণেই পুরনো পরিতক্ত বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি উত্তরপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ভদ্রকালী হরনাথপুর রোডের। বৃহস্পতিবার মুশলধারায় বৃষ্টির মধ্যে একটি পুরোনো বাড়ির সীমানা পাঁচিল হুড়মুড় করে ভেঙে পড়ে। রাস্তায় সে সময় কোনও পথচারী না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান এই বাড়িটিতে আগে বেশ কয়েকটি অফিস চলত। বাড়িটির অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এখন আর কোনও অফিস ছিল না। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ির মালিক শ্যামবাজারে থাকেন। স্থানীয়দের আশঙ্কা, আজ পাঁচিল ভেঙেছে আগামী দিনে গোটা বাড়িটা ভেঙে পড়লে বড় ক্ষতি হয়ে যেতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন উত্তরপাড়া পুরসভার উপ-পুরপ্রধান খোকন দাস। তিনি বলেন, পুরনো এবং জরাজীর্ণ এই বাড়িটি বিপজ্জনক হয়ে আছে।বাড়িওয়ালাকে পুরসভা থেকে নোটিশ পাঠানো হবে, সেখানে দ্রুত সংস্কারের কথা বলা হবে।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 1:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Old House Collapse: অল্প বৃষ্টিতেই ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা