ফের ভাঙন তৃণমূলে...! 'পঞ্চায়েতী' দলবদল তুঙ্গে! যা ঘটল 'এই' জেলায় চমকে গেল সবাই

Last Updated:

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতে না হতে একের পর এক জেলা থেকে আসছে দলবদলের খবর। কোথাও শাসকদল থেকে দলে দলে কর্মী সমর্থকরা যোগ দিচ্ছে বিরোধী শিবিরে। কোথাও দেখা যাচ্ছে উল্টো ছবি। এবার ভাঙনের ধাক্কা তৃণমূল শিবিরে।

পঞ্চায়েত ভোট
পঞ্চায়েত ভোট
পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনের আগে আগেই শাসক দলে ভাঙন। ভোটের দিন ঘোষণা হতে না হতে একের পর এক জেলা থেকে আসছে দলবদলের খবর। কোথাও শাসকদল থেকে দলে দলে কর্মী সমর্থকরা যোগ দিচ্ছে বিরোধী শিবিরে। কোথাও দেখা যাচ্ছে উল্টো ছবি। এবার ভাঙনের ধাক্কা তৃণমূল শিবিরে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার জুখিয়াতে শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন স্থানীয় যুব সভাপতি-সহ একদল কর্মী সমর্থক।
জানা গিয়েছে, ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি শেখ রমজান আলি-সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে রবিবার। বিজেপির ভূপতিনগরের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে পতাকা তুলে দেন ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ছেড়ে বিজেপিতে সংখ্যালঘু নেতা যোগ দেওয়ায় অস্বস্তিতে শাসক শিবির। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত মে মাসেই শুরু হয়েছে দল-বদল। কোচবিহারের দিনহাটার প্রায় ১৫০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে সেই সময়। আবার সে মাসেই আলিপুরদুয়ারে কুমারগ্রাম বিধানসভার কোহিনুর গ্রামপঞ্চায়েতে ৩৫ টি পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার খবর সামনে আসে।
advertisement
আবার গতকালই মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূলের দুর্নীতি, স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান তুলে প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগ দিয়েছেন বিজেপিতে। বিজেপি নেতা রাহুল সিনহার উপস্থিতিতে তাঁরা তুলে নেন গেরুয়া পতাকা।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ। আগের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন। অন্যদিকে,কমিশন ঘোষণা করেছে, আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এরই মধ্যে সর্বস্তরে শুরু হয়েছে নমিনেশন জমা দেওয়ার হিড়িক আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে দলবদল। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাংলার রাজনৈতিক দলগুলির উত্তেজনা তুঙ্গে।
advertisement
সুজিত ভৌমিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের ভাঙন তৃণমূলে...! 'পঞ্চায়েতী' দলবদল তুঙ্গে! যা ঘটল 'এই' জেলায় চমকে গেল সবাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement