Panchayat Election 2023: তৃণমূলের বিরুদ্ধে আসলে তৃণমূলই? ডেবরায় যা ঘটল, ভোট না এলে বোঝাই যেত না

Last Updated:

Panchayat Election 2023: ভোটের আগে এমন ঘটনা কেউ ভাবতেই পারছেন না। শাসকদলেরও বাড়ছে অস্বস্তি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ডেবরায়: পঞ্চায়েত ভোট দোরগোড়ায়। সেই আবহেই এবার ডেবরায় তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল দাঁড়াল। বিষয়টা একটু খোলসা করে বলা যাক।
দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ডেবরা ব্লকের ভোগপুর এলাকার দীর্ঘদিনের তৃণমুল কর্মী তারক নাথ ঘোষ। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির বন ভূমি প্রদীপ করের বিরুদ্ধে তিনি নির্দলে লড়বেন বলে জানান। কিন্তু কেন?
advertisement
advertisement
তাঁর অভিযোগ, ডেবরা ব্লকের ২২৪ নং ভোগপুর পশ্চিম বুথে প্রদীপ করের নেতৃত্বে তাঁর মনোনীত ব্যক্তিকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে৷ এবং প্রদীপ কর পুনরায় ৩৫ নং আসনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী হচ্ছেন। তাই তারক ঘোষ ৩৫ নং পঞ্চায়েত সমিতিতে প্রদীপ করের বিরুদ্ধে দাঁড়াবেন।
আরও পড়ুন: রাস্তায় পড়ে দুটি বস্তা, মারাত্মক দুর্গন্ধ! খুলতেই যা বেরোল, আঁতকে উঠল সকলে! এতগুলো প্রাণ…
গতকাল তিনি মনোনয়ন তুলেছেন। বৃহস্পতিবার তা জমা করবেন। অপরদিকে, এই বিষয়ে প্রদীপ কর কিছু না বললেও ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখোপাধ্যায় জানান, ‘তারক ঘোষ দলের পুরনো কর্মী। ভুল বোঝাবুঝি একটা হয়েছে। বিষয়টি দেখতে হবে।’ পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অজিত মাইতিও জানান, ‘নির্দল থেকে বিরত থেকে দলকে জানান। দল বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে।’
advertisement
দিগ্বিজয় মাহালি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: তৃণমূলের বিরুদ্ধে আসলে তৃণমূলই? ডেবরায় যা ঘটল, ভোট না এলে বোঝাই যেত না
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement