Jhargram News: শাল জঙ্গলে হাজির কলকাতা, বর্ধমানের ছেলেমেয়েরা! আনমনে শুরু করে দিলেন নিজেদের কাজ

Last Updated:

কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলার ছেলেমেয়েদের দেখা গেল এখানে

+
সবুজ

সবুজ শাল জঙ্গলের মধ্যে তুলির টানে প্রকৃতিকে ফুটিয়ে তুলছে চিত্রশিল্পীরা

ঝাড়গ্রাম: বেঁচে থাকুক সবুজ, বেঁচে থাকুক অরণ্য। প্রকৃতিকে ভালবেসে প্রকৃতির মাঝেই তার অপরূপ সৌন্দর্যকে তুলির টানে ফুটিয়ে তুলল এক ঝাঁক চিত্রশিল্পী। কারও বয়স ২৫ তো কারও ৫৫। সকলেই হাতে হাত রেখে সবুজ শাল জঙ্গলের ছোঁয়ায় নিজের মনের ক্যানভাসে ফুটিয়ে তুলল অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সবুজ শাল জঙ্গল ও লাল মাটির রূপ। মূলত পরিবেশের প্রতি ভালবাসা এবং সবুজ রক্ষার বার্তা সকলের কাছে তুলে ধরার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের অন্তর্গত শুশনি গ্রাম সংলগ্ন সবুজ শাল জঙ্গলে ঘেরা এটি হোমস্টেতে একটি সংস্থার উদ্যোগে রাজ্য স্তরের অঙ্কনের কর্মশালার আয়োজন করা হয় দু’দিনের জন্য। বুধবার এই কর্মশালা শুরু হয়েছে, চলে বৃহস্পতিবার পর্যন্ত। এই কর্মশালায় অংশগ্রহণ করেছে কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলার থেকে আসা বিশিষ্ট চিত্রশিল্পীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কলকাতা থেকে আসা চিত্রশিল্পী অভিজিৎ মল্লিক বলেন, “পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৫ জন চিত্রশিল্পী এবং ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকজন চিত্রশিল্পী খোলা আকাশের নিচে সবুজ শাল জঙ্গলের ছোঁয়ায় ছবি আঁকার জন্য হাজির হয়েছেন। আমরা মাঝেমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মশালা করে থাকি। এখানে আমাদের প্রধান উদ্দেশ্য প্রকৃতির মধ্যে বসে আমরা ছবি আঁকতে চাইছি। ঝাড়গ্রামে থেকে ভাল প্রকৃতি আর কোথাও পাবো না তাই আমরা এখানে এই কর্মশালার জন্য বেছে নিয়েছি। প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা ও ভালবাসা সকলের মধ্যে বৃদ্ধি করার জন্য আমাদের এই চিত্রশিল্পীদের কর্মশালা”।
advertisement
দীর্ঘ কয়েক বছর ধরে এই চিত্রশিল্পীরা একত্রিত হয়ে বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গার ঐতিহ্যকে সামনে রেখে খোলা আকাশের নীচে ছবি আঁকেন। তাঁদের তুলির টানে পরিষ্কার একটাই চিত্র ফুটে উঠছে ওই এলাকার ঐতিহ্য। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলা অরণ্য সুন্দরী সবুজ শাল গাছের জন্য বিখ্যাত। তাই এই সবুজকে রক্ষা করার বার্তা সকলের কাছে তুলে ধরার জন্য তারা বেছে নিয়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: শাল জঙ্গলে হাজির কলকাতা, বর্ধমানের ছেলেমেয়েরা! আনমনে শুরু করে দিলেন নিজেদের কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement