Padma From This Districts In Jagannath Dham: এই জেলা থেকে আসছে হাজার হাজার পদ্ম, তাতেই সাজবে দিঘার জগন্নাথ ধাম
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Padma From Bankura In Jagannath Dham: বাঁকুড়ার ৩০০০ পদ্ম এবার দিঘায়! অবাক করা কান্ড
বাঁকুড়া: বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের পবিত্র জম ধারার জল মানুষের খুব প্রিয়। এই অবিরাম ঝর্ণার জল মানুষ পান করতে এবং এই জলে স্নান করে পুজোতে নৃসিংহ মন্দিরে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় সংলগ্ন একাধিক পুকুরে দেখতে পাওয়া যায় পদ্ম। সেই পদ্ম এবার গেল জগন্নাথ ধাম।
বাঁকুড়ার ছাতনা থেকে সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিন ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার প্রবিত্র জল পৌঁছে গেল দিঘার জগন্নাথ মন্দিরে।
advertisement
advertisement
ঢাঁক কাসর ঘন্টা বাঁচিয়ে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে বিদায় জানালেন মহিলারা দিঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া পদ্মফুল ও শুশুনিয়া ধারার জল সমেত গাড়িটিকে। বাংলায় এবার জগন্নাথ ধাম। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে এই বাংলায় দিঘার সমুদ্র তীরে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রাণ প্রতিষ্ঠা।
মন্দির চত্বর জুড়ে সাজো সাজো রব। রাজ্য সহ রাজ্যেরে বাইরের বহু মানুষ হাজির হচ্ছেন দিঘায় প্রান প্রতিষ্ঠার সেই বিশেষ সন্ধিক্ষনের সাক্ষি হতে। বাঁকুড়া থেকেও এই পুন্য মুহুর্তের সাক্ষী হচ্ছেন বহু পুন্যার্থী৷ ছাতনা থেকে লাল ও সাদা পদ্ম মিলিয়ে মোট ৩০০৩ টি পদ্ম ফুল নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
আর সঙ্গে পাত্রে করে নিয়ে যাওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্নার পবিত্র জল। এই পদ্মফুল এবং শুশুনিয়ার ধারার জল প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও পুজোর উদ্দেশ্যে অর্পণ করা হবে।
Neelanjan Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 11:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Padma From This Districts In Jagannath Dham: এই জেলা থেকে আসছে হাজার হাজার পদ্ম, তাতেই সাজবে দিঘার জগন্নাথ ধাম