Indian Railways: যাত্রীদের ‘মাথায় পড়বে বাজ’, উন্নয়নের কাজ হবে এই রেল লাইনে, ১৫ দিনে বাতিল বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন

Last Updated:
Indian Railways: খড়গপুর মেদিনীপুর মেদিনীপুর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় দত্ত জানিয়েছে এইভাবে চলতে পারে না একাধিক লোকের চাকরি চলে গেছে। বহু লোক এখান থেকে শিফট হয়ে কলকাতা চলে গেছে। ইন্টারলকিং এর নাম করে বারবার এভাবে পাবলিকের হ্যারাসমেন্ট ঠিক নয়। দরকার পড়লে বড়সড়ো আন্দোলনের ডাক দেওয়ার  হুঁশিয়ারি দিয়েছেন৷ I
1/4
টানা উনিশ দিন হাওড়া- খড়গপুর লাইনে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা বাতিল ২ শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন। ফের চরম ভোগান্তির শিকার হতে যাচ্ছেন সাধারণ মানুষ। দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর division -র অধীনে সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং প্রি -প্রি এনআই (প্রিন নন ইন্টারলকিং) এর কাজের চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে টানা ১৯ দিন চলবে যাত্রী দুর্ভোগ৷
টানা উনিশ দিন হাওড়া- খড়গপুর লাইনে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা বাতিল ২ শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন। ফের চরম ভোগান্তির শিকার হতে যাচ্ছেন সাধারণ মানুষ। দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর division -র অধীনে সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং প্রি -প্রি এনআই (প্রিন নন ইন্টারলকিং) এর কাজের চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে টানা ১৯ দিন চলবে যাত্রী দুর্ভোগ৷
advertisement
2/4
আর সেই জন্য ৩০ এপ্রিল, বুধবার থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীনে হাওড়া-খড়গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অনেক ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
আর সেই জন্য ৩০ এপ্রিল, বুধবার থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীনে হাওড়া-খড়গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অনেক ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
advertisement
3/4
এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে সিনিয়র DCM পক্ষ থেকে।
এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে সিনিয়র DCM পক্ষ থেকে।
advertisement
4/4
খড়গপুর মেদিনীপুর মেদিনীপুর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় দত্ত জানিয়েছে এইভাবে চলতে পারে না একাধিক লোকের চাকরি চলে গেছে। বহু লোক এখান থেকে শিফট হয়ে কলকাতা চলে গেছে। ইন্টারলকিং এর নাম করে বারবার এভাবে পাবলিকের হ্যারাসমেন্ট ঠিক নয়। দরকার পড়লে বড়সড়ো আন্দোলনের ডাক দেওয়ার  হুঁশিয়ারি দিয়েছেন৷ Input-Shankar Rai
খড়গপুর মেদিনীপুর মেদিনীপুর ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় দত্ত জানিয়েছে এইভাবে চলতে পারে না একাধিক লোকের চাকরি চলে গেছে। বহু লোক এখান থেকে শিফট হয়ে কলকাতা চলে গেছে। ইন্টারলকিং এর নাম করে বারবার এভাবে পাবলিকের হ্যারাসমেন্ট ঠিক নয়। দরকার পড়লে বড়সড়ো আন্দোলনের ডাক দেওয়ার  হুঁশিয়ারি দিয়েছেন৷ Input-Shankar Rai
advertisement
advertisement
advertisement