Padma Erosion: লোকাল ১৮ বাংলার খবরের জের! অবশেষে ভাঙন রোধে এই কাজ শুরু মুর্শিদাবাদে

Last Updated:

Padma Erosion: পদ্মা নদীতে জলস্তর বাড়তেই আতঙ্কে কেঁপে উঠেছিল লালগোলা ব্লকের সীমান্তবর্তী তারানগর গ্রাম। যা খবর সম্প্রচার হয় লোকাল ১৮ বাংলাতে।

+
ভাঙন

ভাঙন রোধের জন্য বস্তা ফেলা হচ্ছে নদীতে 

লালগোলা: পদ্মা নদীতে জলস্তর বাড়তেই আতঙ্কে কেঁপে উঠেছিল লালগোলা ব্লকের সীমান্তবর্তী তারানগর গ্রাম। যা খবর সম্প্রচার হয় লোকাল ১৮ বাংলাতে। বহু বছর ধরে ভাঙনের শিকার হওয়া এই এলাকায় এবার স্বস্তির হাওয়া। অবশেষে বহু প্রতীক্ষিত নদীভাঙন রোধে শুরু হয়েছে।
জানা গিয়েছে, সেচ দফতরের উদ্যোগে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে মুর্শিদাবাদে ৫০০ মিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের কাজ করা শুরু হয়েছে। যা আগামী ২৮২ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। প্রকল্পটির মাধ্যমে এলাকার ভাঙন প্রবণ অংশগুলিকে স্থায়ী সুরক্ষা দেওয়া হবে বলে আশা।
advertisement
advertisement
গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন থেকে পদ্মা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মার পাড়। এর ফলে ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে তারা। রাতের বেলায় ঘুম হচ্ছে না এলাকাবাসীদের। যে কোনও মুহুর্তে পদ্মায় বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধের জন্য স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সঠিকভাবে ভাঙন রোধের কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ করা যেতে পারে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলার তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা ভাঙন হচ্ছে। গতবছর পদ্মা ভাঙনের সময় নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে বিগত বছরে পদ্মার করাল গ্রাসে তারানগরের বহু বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এলাকার মানুষ। এবার রাজ্য সরকারের তৎপরতায় নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন স্থানীয়রা। এদিন প্রকল্প এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক মহম্মদ আলি, যিনি কাজের গুণগত মান বজায় রাখার উপর জোর দেন।
advertisement
তন্ময় মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Padma Erosion: লোকাল ১৮ বাংলার খবরের জের! অবশেষে ভাঙন রোধে এই কাজ শুরু মুর্শিদাবাদে
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement