Padma Award 2022: চাকরি জীবনে নেননি পদোন্নতি! সাঁওতালি সাহিত্যে পদ্মশ্রী ঝাড়গ্রামের খেরওয়াল সোরেনকে...

Last Updated:

Padma Award 2022: কোনও কিছুতেই নিজের কোনও কৃতিত্ব দেখতে পান না ঝাড়গ্রামের কালিপদ সোরেন। যিনি সাহিত্য জগতে বিশেষ পরিচিত খেরওয়াল সোরেন নামেই।

পদ্মশ্রী পেতে চলেছেন সাঁওতালি ভাষা সাহিত্যিক খেরওয়াল সোরেন
পদ্মশ্রী পেতে চলেছেন সাঁওতালি ভাষা সাহিত্যিক খেরওয়াল সোরেন
#ঝাড়গ্রাম: দুবার সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক সাহিত্যিক এবার পেলেন দেশের পদ্মশ্রী সম্মান (Padma Award 2022)। তবে কোনও কিছুতেই নিজের কোনও কৃতিত্ব দেখতে পান না ঝাড়গ্রামের কালিপদ সোরেন। যিনি সাহিত্য জগতে বিশেষ পরিচিত খেরওয়াল সোরেন নামেই। তাঁর কথায়, এই সম্মান পাওয়ায় আমার কোন কৃতিত্ব নেই । ৪৫ বছর ধরে যে সমাজের কথা লিখে চলেছি আমার সেইসব সাঁওতাল মা ভাই বোনদের ভালবাসার জন্য এটা সম্ভব হয়েছে।"
পদ্মশ্রী পেতে চলেছেন সাঁওতালি ভাষা সাহিত্যিক খেরওয়াল সোরেন পদ্মশ্রী পেতে চলেছেন সাঁওতালি ভাষা সাহিত্যিক খেরওয়াল সোরেন
নিজের সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেছেন ছোট থেকেই। আজ তারই ফলশ্রুতিতে কালিপদ সোরেন (Kalipada Soren) সাঁওতালি সাহিত্যে প্রথম পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন  (Padma Award 2022)। কালিপদ সরেনের বাড়ি ঝাড়গ্রাম শহরের ভরতপুরে। পেশায় অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী নেশায় সাহিত্যিক। সাহিত্য চর্চার জন্য ৩৩ বছরের চাকরি জীবনে পদোন্নতি নেননি। এর আগে তিনি ২০০৭ সালে চায়না নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। এরপর ২০১৯ সালে সাঁওতালি ভাষায় সেরা অনুবাদ কাজের জন্য দ্বিতীয়বার সাহিত্য একাডেমি পুরস্কার পান খেরওয়াল সোরেন। দিব্যেন্দু পালিতের উপন্যাস 'অনুভব' সাঁওতালি ভাষায় অনুবাদ করেছিলেন তিনি।
advertisement
advertisement
কালিপদ সোরেনের জন্ম ১৯৫৭ সালের ৯ ডিসেম্বর লালগড়ের বেলাটিকরী অঞ্চলের রঘুনাথপুর গ্রামে। সেই গ্রামে কোনও স্কুল ছিল না। বেশ কিছুটা পথ হেঁটে গোপালপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যেতে হত সেই সময়। প্রাথমিক পাঠ চুকিয়ে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন। এরপরে ১৯৭৭ সালে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হন কালিপদ। জামবনি ব্লক এর কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয় থেকে স্নাতক পড়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। ১৯৮৪ সালে স্টেট ব্যাংকে চাকরিতে যোগদান করেন এবং ২০১৭ সালে অবসর গ্রহণ করেন এই সাহিত্যিক।
advertisement
একাদশ শ্রেণীতে পড়ার সময় লিখেছেন যাত্রাপালা 'নিধানদসা'। কলেজ জীবনে লিখেছেন একের পর এক গল্প,কবিতা, একাঙ্ক নাটক ,প্রবন্ধ। পছিম বাংলা সহ বিভিন্ন পত্রিকায় তার বহু লেখা প্রকাশিত হয়েছে। গল্প,কবিতা,নাটক, যাত্রা মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩ টি। এখানেই শেষ নয়, তাঁর গাওয়া চল্লিশটি গানের চারটি অডিও সিডিও প্রকাশিত হয়েছে। একটি আদিবাসী যাত্রাদল ও রয়েছে কালিপদ সোরেনর। প্রতিভার আরও বাকি। ২০১৫ সালের ঝাড়খণ্ড রাজ্যে একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন।
advertisement
প্রথমদিকে বাংলা হরফে সাঁওতালি লিখলেও পরে অলচিকি লিপিতে লেখা শুরু করেন কালিপদ সরেন। ২০০৪ সালে অল ইন্ডিয়া সান্তালি রাইটার্স এসোসিয়েশন তাকে পণ্ডিত রঘুনাথ মুর্মু পুরস্কারে সম্মানিত করে। ২০০৮সালে ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিল থেকে পেয়েছেন সেরা সাহিত্যিকের সম্মান। সাহিত্যে অবদানের জন্য রাজ্য সরকার থেকেও পুরস্কৃত করা হয়েছে তাঁকে। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের সারদা কিস্কু স্মৃতি পুরস্কার পান তিনি। ২০১৫ সালে সাধু রাম চাঁদ মুর্মু স্মৃতি পুরস্কারে সম্মানিত হন কালিপদ সোরেন। তিনি বলেন, "আমাদের সমাজের কথা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে চাই সাহিত্য সৃষ্টির মাধ্যমে।"
advertisement
রাজু সিং
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Padma Award 2022: চাকরি জীবনে নেননি পদোন্নতি! সাঁওতালি সাহিত্যে পদ্মশ্রী ঝাড়গ্রামের খেরওয়াল সোরেনকে...
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement