Sandhya Mukhopadhyay Health Update: সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল, চিকিৎসায় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড

Last Updated:

বৃহস্পতিবার দুপুর ২.১৫ নাগাদ ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন

#কলকাতা: সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল (Sandhya Mukhopadhyay Health Update)! বৃহস্পতিবার দুপুর ২.১৫ নাগাদ ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। মেডিক্যাল বোর্ডে রয়েছেন ডঃ শুসান মুখোপাধ্যায় (ডিরেক্টর ও এইচওডি, কার্ডিওথোরাসিক সার্জারি), ডঃ প্রকাশ চন্দ্র মণ্ডল (এইচওডি কার্ডিওলজি), ডঃ বুদ্ধদেব চট্টোপাধ্যায় ( ডিরেক্টর, অর্থোপেডিক), ডঃ রঞ্জন কামিল্যা (সিনিয়র কনসালট্যান্ট, অর্থোপেডিক সার্জন), ডঃ সন্দীপ কুমার ভট্টাচার্য (কনসালট্যান্ট নেফরোলজিস্ট)। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে কথা বলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা, তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয় (Sandhya Mukhopadhyay Health Update)। বিষদে বোঝানো হয় গীতশ্রীর চিকিৎসা পদ্ধতি। পরিবারকে বিস্তারিত বোঝানো হয়েছে আগামীতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কী কী চিকিৎসা হবে , কীভাবে হবে এবং তার পরিণাম কী হতে পারে (Sandhya Mukhopadhyay critically ill)।
বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay health update)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও সঙ্কটমুক্ত না হলেও তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। আজ সকালে সামান্য শারীরিক উন্নতি হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিছু রক্ত পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। তবে এখনও কিছু রিপোর্ট আসা বাকি আছে। সকালে রাইস টিউব সরিয়ে চা বিস্কুট খাওয়ানো হয়েছে বর্ষীয়ান শিল্পীকে (Sandhya Mukhopadhyay health update)। কিংবদন্তীর গায়িকার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তিনি কোভিড পজিটিভ-ও, কাজেই অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি রয়েছে । রয়েছে লিভারের সমস্যাও। হিমোগ্লোবিনের মাত্রাও কম । স্থিতিশীল হলেও এখনও অক্সিজেন সাপোর্টে আছেন গীতশ্রী। তবে, আজ আর তাঁর জ্বর নেই। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে লো ডোজের ভেসোপ্রেসর দিয়ে।
advertisement
advertisement
বৃহস্পতিবার শ্বাসকষ্ট, হালকা জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডের ১০৩ কেবিনে ভর্তি হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গ্রিন করিডর করে গীতশ্রীকে নিয়ে আসা  হয় এসএসকেএম-এ। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন এসএসকেএম হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুন্ডু। হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে দেখেছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন-এর চিকিৎসক নিলাদ্রি সরকার (Sandhya Mukhopadhyay critically ill)। হাসপাতাল সূত্রে জানা যায়, দুটি ফুসফুসেই গভীর সংক্রমণ রয়েছে। রয়েছে সামান্য তাপমাত্রা ও আচ্ছন্নভাব। প্রাথমিকভাবে শিল্পীকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। নবতিপর শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন (Sandhya Mukhopadhyay critically ill)। হাসপাতালে ভর্তির পর তাঁকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। জ্বর কমানোর ওষুধ এবং অক্সিজেন দেওয়া ছাড়াও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। করা হয় করোনার আরটিপিসিআর (RTPCR) টেস্ট, রিপোর্ট পজিটি আসে। এর পরই তাঁকে স্থানান্তর করা হয় অ্যাপোলো হসপিটালে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandhya Mukhopadhyay Health Update: সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল, চিকিৎসায় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement