ফোন করলেই বাড়িতে অক্সিজেন, আসানসোলে চালুু 'অক্সিজেন অন হুইলস'
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর উদ্বোধন করলেন আসানসোল পুরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়
#আসানসোল: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। মিলছে না ভ্যাকসিন। অভিযোগ, মিলছে না হাসপাতালে বেডও। চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। সিলিন্ডারের জন্যও লম্বা লাইন। প্রায় প্রতি মুহূর্তেই এমনই সাহায্যে চেয়ে বার্তা ছড়িয়ে পড়ছে ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে৷ অক্সিজেনের (Oxygen) প্রয়োজন হলেই এবার বাড়ির দরজায় পৌঁছে যাবে 'অক্সিজেন অন হুইলস'। এই উদ্যোগটি নিয়েছে 'কোভিড কেয়ার নেটওয়ার্ক'। এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক তথা লিভার ফাউন্ডেশন, ফিঙ্গারক্রসড ফাউন্ডেশন, আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি ও আসানসোল কোভিড ফাইটার।
আজ, মঙ্গলবার এই 'অক্সিজেন অন হুইলস' উদ্যোগের জন্য ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর উদ্বোধন করলেন আসানসোল পুরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়। মূলত আসানসোল ও কুলটি মানুষের জন্যই এই পরিষেবা দেবে 'অক্সিজেন অন হুইলস'। বার্নপুর, ডিসেরগড় সহ-আসানসোলের যেখানে অক্সিজেন কনসেন্ট্রেটরের প্রয়োজন পড়বে সেখানে এই অক্সিজেন অন হুইলস পৌঁছে যাবে।
advertisement

advertisement
কোভিড যুদ্ধে অক্সিজেনের ঘাটতি মেটাতে নিখরচায় পরিষেবা শুরু আসানসোলে। শহরবাসীকে বাঁচাতে এবার একটা ফোন করলেই বাড়িতে হাজির হবে অক্সিজেন। থাকবে অক্সিজেন কনসেন্ট্রটর। উদ্যোক্তরা জানিয়েছেন, ৭০০১৬৯৫৯৬৭/৯০৪৬৮৯৮৮৬৫/৭০০১৫৭৫৪৯০ এই ৩'টি নম্বরে ফোন করলে 'অক্সিজেন অন হুইলস' পরিষেবা পাওয়া যাবে৷ ২৫ মে অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে পরিষেবা। কোভিড আক্রান্ত শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বিশেষ পরিষেবা।
advertisement

বেডের অভাবে অনেকক্ষেত্রে বাড়িতেই করোনা চিকিৎসা চলছে অনেক রোগীর। শ্বাসকষ্ট শুরু হলে হাতের কাছে অক্সিজেন না পেলেই অক্সিজেন স্য়াচুরেশনের হার নামছে। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতেই অনেকেই পাড়ি দিচ্ছেন চিরঘুমের দেশে। তাই আর কাউকে যাতে স্বজনহারা না হতে হয়, সব রোগীদের জন্যই এই বিশেষ পরিষেবা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 1:50 PM IST

