Bangla News: গালুডি, চাণ্ডিল থেকে ছাড়া হচ্ছে বিপুল জল! সুবর্ণরেখার নদীর পাড়ে ভাঙন, আতঙ্কে শতাধিক পরিবার
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Bangla News: নয়াগ্রামে টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং গালুডি ও চাণ্ডিল জলাধার থেকে জল ছাড়ায় জলস্তর অস্বাভাবিকভাবে বাড়ে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ৭ নম্বর অঞ্চলের নিচু কমলাপুর এলাকায় শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন।
ঝাড়গ্রাম: নদী ভাঙনে ঘরছাড়া পরিবার, আতঙ্কে শতাধিক, ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ঝাড়গ্রামের নয়াগ্রামে টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং গালুডি ও চাণ্ডিল জলাধার থেকে একাধিকবার জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বাড়ে। ফলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ৭ নম্বর অঞ্চলের নিচু কমলাপুর এলাকায় শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন।
ইতিমধ্যেই নদীর ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে ঘরছাড়া হয়ে পড়েছে দুটি পরিবার। এ ছাড়াও, আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার শতাধিক পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত দুই পরিবার এলাকার এক পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নিজেদের ঘরবাড়ি ছেড়ে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন।
আরও পড়ুনঃ আঙুর, করমচা নয়! ছোট্ট মিষ্টি ‘এই’ লাল ফল মাত্র দু-মাস মেলে! গরমে ‘সুপারকুল’ শরীর, পিরিয়ডের সমস্যা ভ্যানিশ
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদী ভাঙনের সমস্যা নিয়ে বারবার প্রশাসনকে জানান হয়েছে, কিন্তু মেলেনি কোনও কার্যকর পদক্ষেপ। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পেয়েছেন বলে অভিযোগ তাদের। নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা জানান, “এই কাজ পঞ্চায়েত সমিতির আওতার বাইরে। বিষয়টি আমরা উপরমহলে জানিয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
advertisement
advertisement
বর্তমানে এলাকায় আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে। জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, “আমরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছি। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গত মানুষের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। সুবর্ণরেখা নদীতে জল ছাড়ার আগে স্থানীয় প্রশাসনের তরফ থেকে এলাকায় মাইকিং করে আগাম সতর্কতা দেওয়া হয়েছিল, যাতে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেন।”
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 7:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: গালুডি, চাণ্ডিল থেকে ছাড়া হচ্ছে বিপুল জল! সুবর্ণরেখার নদীর পাড়ে ভাঙন, আতঙ্কে শতাধিক পরিবার