Durga Pujo 2025: বাবা-মা নয়, পুলিশের কোলে চেপে ঠাকুর দেখল খুদেরা! কেন জানেন? ডায়মন্ডহারবারে পুজোয় অন্য ‘ছবি’, শুনলে গর্ব হবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এ যেন এক অন্য দুর্গোৎসব, ডায়মন্ডহারবারে পুলিশের কোলে চেপে, গাড়িতে করে ঠাকুর দেখল ওরাও। প্রবীন ব্যক্তি থেকে অনাথ শিশুদের মুখে এই পুজোয় এবার হাসি ফুটিয়ে তুললেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এ যেন এক অন্য দুর্গোৎসব, ডায়মন্ডহারবারে পুলিশের কোলে চেপে, গাড়িতে করে ঠাকুর দেখল ওরাও। প্রবীন ব্যক্তি থেকে অনাথ শিশুদের মুখে এই পুজোয় এবার হাসি ফুটিয়ে তুললেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
দুর্গাপুজো মানেই গোটা একটা বছরের অপেক্ষা। শহরের আনাচে-কানাচে যখন পুজো-প্যান্ডেলের আলো, কোলাহল, তখন একদল প্রবীণ মানুষ এবং অনাথ শিশুরা যেন বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের চার দেওয়ালের মাঝে বন্দী।
advertisement
advertisement
তবে এবারে এক অন্য দৃশ্যের সাক্ষী রইল ডায়মন্ড হারবার। কেউ হাঁটতে পারেন না, কেউ চলাফেরায় অক্ষম, কেউ আবার জীবনের সায়াহ্নে। এঁদের সকলের হাত ধরেই উৎসবের আনন্দে সামিল করল ডায়মন্ড হারবার পুলিশ।
উদ্যোক্তা ডায়মন্ড হারবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে। শুধু মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখানো নয়, দিনভর খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেছিল পুলিশ। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের ভোজন-সবই নিখরচায়। উৎসবের ভিড়ের মধ্যে এই অসহায় বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুদের জন্য এ যেন এক অন্য ‘দুর্গোৎসব’।
advertisement
পুলিশের গাড়িতে চেপে তাদেরই হাত ধরে ঠাকুর দেখার অনুভূতিগুলো যেন এক মুহূর্তে খুশিতে ভরে উঠলো অসহায় বৃদ্ধ-বৃদ্ধা এবং শিশুদের মনে। অল্প সময়ের জন্য দেখা হলেও পুলিশ কর্তা থেকে পুলিশ কর্মীরা সকলে তাদেরকে পরিবারের একজন সদস্য ভেবে আপন করে নিলেন। ভাগ করে নিলেন পুজো দেখার আনন্দ। তবে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষজন সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Diamond Harbour,South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 01, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Pujo 2025: বাবা-মা নয়, পুলিশের কোলে চেপে ঠাকুর দেখল খুদেরা! কেন জানেন? ডায়মন্ডহারবারে পুজোয় অন্য ‘ছবি’, শুনলে গর্ব হবে