Snowfall: পুজোর মাঝেই মরশুমের প্রথম তুষারপাত! সাদা বরফের চাদরে ঢাকল বাঙালির অতি প্রিয় এই জায়গা? দেদার খুশী পর্যটকরা

Last Updated:

Snowfall: পুজোর মাঝেই তুষারপাত! মরশুমের প্রথম তুষারপাত নর্থ সিকিমে।

পুজোর মাঝেই মরশুমের প্রথম তুষারপাত! সাদা বরফের চাদরে ঢাকল বাঙালির অতি প্রিয় এই জায়গা? দেদার খুশী পর্যটকরা
পুজোর মাঝেই মরশুমের প্রথম তুষারপাত! সাদা বরফের চাদরে ঢাকল বাঙালির অতি প্রিয় এই জায়গা? দেদার খুশী পর্যটকরা
নর্থ সিকিম: পুজোর মাঝেই তুষারপাত! মরশুমের প্রথম তুষারপাত নর্থ সিকিমে। নর্থ সিকিমের জিরো পয়েন্টে বুধবার তুষারপাত হয়েছে। জিরো পয়েন্ট ঢাকল সাদা বরফ চাদরে। দেদার খুশী পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া পর্যটকেরা।
উত্তরবঙ্গজুড়ে নবমীর সকাল থেকেই বিরূপ আবহাওয়া। দুপুর নাগাদ প্রবল বৃষ্টিপাত হয়েছে একাধিক জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও বৃষ্টি প্রবল আকার নেয়। এই বৃষ্টির ফলে শিলিগুড়ি থেকে কিছুটা দূরে সেবকের বাগপুলের কাছে ধস নামে।
advertisement
advertisement
এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ ধসের কারণে যানবাহন আটকে পড়ে। দুর্ঘটনার আশঙ্কা থাকায় যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। পুজোর মৌসুমে সাময়িকভাবে বন্ধ হয়েছে বাংলা-সিকিম লাইফ লাইন।
advertisement
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Snowfall: পুজোর মাঝেই মরশুমের প্রথম তুষারপাত! সাদা বরফের চাদরে ঢাকল বাঙালির অতি প্রিয় এই জায়গা? দেদার খুশী পর্যটকরা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement