North 24 Parganas News: বিশ্ব ডায়াবেটিস দিবসে ওয়াকথন, হাঁটলেন চিকিৎসক ও স্বাস্থ্য সচেতন মানুষ

Last Updated:

বিশ্ব ডায়াবেটিস দিবসে ওয়াকথনের আয়োজন চিকিৎসক ও স্বাস্থ্য সচেতন মানুষদের উদ্যোগে

পদযাত্রা
পদযাত্রা
উত্তর ২৪ পরগনা: ১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে এদিন ইস্ট বেঙ্গল ক্লাব, ইন্ডিয়ান ফার্মাকোলজিক্যাল সোসাইটি ওয়েস্ট বেঙ্গল শাখা এবং ইনোভোকেয়ার হেলথসফট সলিউশন ও নবপল্লী জাগৃতি সংঘের সহযোগিতায় এবং বিশিষ্ট চিকিৎসক ডা: শাম্ব সম্রাট সমাদ্দারের তত্ত্বাবধানে এক সচেতনতামূলক পদযাত্রা বা ওয়াকথন এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল।
কলকাতা সংলগ্ন বাগুইআটি, হাতিয়ারা রোড এবং ভিআইপি রোডের মধ্য দিয়ে এদিন এই পদযাত্রা করা হয়। প্রায় আড়াই কিমি ব্যাপী এই পদযাত্রায় শতাধিক মানুষ অংশ নিয়েছিল। চিকিৎসক থেকে সাধারণ মানুষ, পদযাত্রায় অংশ নিয়ে ছিলেন ডায়াবেটিস রোগীরাও। ডায়াবেটিস রোগ থেকে সুস্থ থাকতে জীবনধারা পরিবর্তন ও হাঁটার পরামর্শ তুলে ধরে এদিন বার্তা দেওয়া হয়। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও বহু মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করতেও দেখা যায়।
advertisement
advertisement
বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রীনিংও করা হয়। সেখানে স্ত্রী পুরুষ নির্বিশেষে স্ক্রীন করা বহু মানুষের মধ্যে নতুন করে ডায়াবেটিসের মাত্রা চিহ্নিত করা হয়েছে বলেও জানানো হয়। যা অনেকেরই অজানা ছিল বলে জানান রোগীরা। স্বাস্থ্য শিবিরে ডায়াবেটিস এর পাশাপাশি শরীরে জটিল রোগ বাসা বাধার কারণ হিসেবে স্থূলতা এবং অতিরিক্ত ওজনেরও পরীক্ষা করা হয়। ডাইবেটিস রোগ কন্ট্রোলে রাখতে নানা পরামর্শ দেওয়া হয় বিশিষ্ট চিকিৎসকদের তরফ থেকে। বিশ্ব ডায়াবেটিস দিবসে এদিনের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল।
advertisement
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিশ্ব ডায়াবেটিস দিবসে ওয়াকথন, হাঁটলেন চিকিৎসক ও স্বাস্থ্য সচেতন মানুষ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement