Orange Festival: সুস্থ-সবল থাকুক খুদেরা! পুষ্টির টানে পটাশপুরের বিদ্যালয়ে কমলালেবু উৎসব, কচিকাঁচাদের পাশাপাশি খুশি অভিভাবকরাও

Last Updated:

Orange Festival: এই কমলালেবু উৎসব ঘিরে ছিল আলাদা উন্মাদনা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নিজস্ব উদ্যোগে প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে তুলে দিলেন টাটকা কমলালেবু।

+
ইটাচনা

ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ে কমলালেবু উৎসব

পটাশপুর, মদন মাইতিঃ শীতের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল কমলালেবু উৎসব। পড়ুয়াদের পুষ্টির যোগান অব্যাহত রাখতে এমন উদ্যোগ নিল বিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ে এই কমলালেবু উৎসব ঘিরে ছিল আলাদা উন্মাদনা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নিজস্ব উদ্যোগে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে তুলে দিলেন টাটকা কমলালেবু। শীতের এই মৌসুমি ফল পেয়ে বেজায় খুশি কচিকাঁচারাও।
শুধু ফল বিতরণই নয়, শিক্ষকরা পড়ুয়াদের বোঝালেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কতটা জরুরি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমন কল্যাণ প্রধান বলেন, “আমরা বিদ্যালয়ে মিড-ডে মিলের ব্যবস্থা করি ঠিকই। তবে সময়মতো ছাত্রছাত্রীদের বিভিন্ন ফলও তুলে দেওয়া উচিত। এতে তাঁদের পুষ্টির যোগান ধারাবাহিকভাবে বজায় থাকে। এছাড়া পড়ুয়াদের মুখের হাসি আমাদের সবথেকে বেশি ভাল লাগে।”
আরও পড়ুনঃ নাড়া পুড়িয়ে হিতে বিপরীত করছেন চাষিরা! নিজেরাই ডেকে আনছেন নিজেদের সর্বনাশ, সবটা বুঝিয়ে বললেন বিশেষজ্ঞ
ইমন কল্যাণবাবুর মতে, সবার আগে শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা উচিত। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রতিনিয়তই পড়ুয়াদের শারীরিক বৃদ্ধি সঠিক রাখতে চেষ্টা করেন। পড়াশোনার পাশাপাশি পুষ্টি শিক্ষাকেও সমান গুরুত্ব দেন তাঁরা। শীতের শুরুতে কমলালেবুর উৎসব সেই উদ্যোগেরই একটি অংশ।
advertisement
advertisement
ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ শুধু শীতের মৌসুমি ফলেই সীমাবদ্ধ নয়, বর্ষার সময় তাঁরা পড়ুয়াদের হাতে তুলে দেন পুষ্টিগুণে ভরপুর পেয়ারা। গ্রীষ্মকালে দেন আম আর কাঁঠাল। আবার কখনও মিড-ডে মিলের দিনের মেনুতে বাড়তি পুষ্টি যোগ করতে দেন পাকা পেঁপে। প্রতিটি ঋতুতেই শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবারের সংস্থান করার চেষ্টা করে বিদ্যালয়। ফলে শিশুরা শুধু বিদ্যালয়ে এসে পাঠ্যজ্ঞান অর্জন করছে না, পাশাপাশি ফলের গুণাগুণ, ঋতুভেদে ফলের পরিচয়, খাদ্যাভ্যাসের গুরুত্বও শিখছে। বিদ্যালয়ের এই প্রতিনিয়ত ফল বিতরণ এখন পড়ুয়া উৎসাহিত করে। অভিভাবকরাও শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগে দারুণ খুশি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁদের মতে, বাড়িতে অনেক সময় বিভিন্ন ফল নিয়মিত দেওয়া সম্ভব হয় না। কিন্তু বিদ্যালয় সেই ঘাটতি মেটাচ্ছে। তাছাড়া শিক্ষকরা যখন ফল দেন, তখন শিশুরা আগ্রহ নিয়ে খায়। এতে তাঁদের পুষ্টিহীনতার ঝুঁকি কমে। অভিভাবকদের বিশ্বাস, এই উদ্যোগ শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে বড় ভূমিকা রাখছে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই মানবিক প্রচেষ্টা এলাকাবাসীর কাছেও প্রশংসা কুড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Orange Festival: সুস্থ-সবল থাকুক খুদেরা! পুষ্টির টানে পটাশপুরের বিদ্যালয়ে কমলালেবু উৎসব, কচিকাঁচাদের পাশাপাশি খুশি অভিভাবকরাও
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement