Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'! পাকিস্তানে ভারতীয় সেনার খেল শুরু হতেই অন্য ভূমিকায় বাংলার পুলিশ! খেলা দেখাচ্ছে মুর্শিদাবাদে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Operation Sindoor: এবার শুধু বিএসএফ নয়, চায়ের দোকান থেকে পাড়ার মোড়ে জনসংযোগে নামল পুলিশ প্রশাসনও। সীমান্তে পুলিশকে দেখা গেল অন্য ভূমিকায়।
মুর্শিদাবাদ: শত্রুকে চুরমার করে দিয়ে এসেছে ভারত। পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে এ দেশ। ভারত পাকিস্তানের যুদ্ধের মহড়া চলছে একদিকে। অন্যদিকে বঙ্গের সীমান্ত এলাকায় কড়া নজরদারি বিএসএফের। এমনকি পুলিশও বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু চলছে রাত হলেই।
মুর্শিদাবাদের অনেকেই সমাজ মাধ্যমে লিখেছেন, প্রত্যাঘাতের অপেক্ষায় ছিলেন তাঁরা। চায়ের দোকান থেকে মোড়ের মাথায় আলোচনার একটিই বিষয় এখন অপারেশন সিঁদুর। সীমান্ত জুড়েও বেশ সাজো সাজো রব বর্তমান সময়ে। চায়ের দোকান থেকে পাড়ার ঠেক, সর্বত্রই এখন যুদ্ধ নিয়ে আলোচনা। ঠিক তেমনই আলোচনা চলে নিজেদের মধ্যে সীমান্তবর্তী এলাকা সাগরপাড়ায়। তাই এবার শুধু বিএসএফ নয়, চায়ের দোকান থেকে পাড়ার মোড়ে জনসংযোগে নামল পুলিশ প্রশাসনও। সীমান্তে পুলিশকে দেখা গেল অন্য ভূমিকায়।
advertisement
আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পর এবার ভারতের নয়া পদক্ষেপ! বাংলার এই জেলা কাঁপাচ্ছে বিএসএফ, কি বলছেন বাসিন্দারা
advertisement
এমনিতেই অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বসিত মুর্শিদাবাদের বাসিন্দারা। তাই এবার বিএসএফের পাশাপাশি বাড়তি নজরদারি ও সাধারণ মানুষকে বোঝানো শুরু করলেন মুর্শিদাবাদের ডোমকল মহকুমার পুলিশ। বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ডোমকল এসডিপিও শুভম বাজাজ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ খুরশিদ আলম, পুলিশ সীমান্তের বিভিন্ন মোড় এলাকায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বোঝাচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চায়ের দোকান থেকে পাড়ার মোড় সর্বত্রই মানুষজনকে বোঝানো হয় সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকার ঘটনা ঘটাবেন না বর্তমানের এই পরিস্থিতিতে। এমনকি সন্দেহজনক মানুষদের দেখলে তৎক্ষণাৎ সাগরপাড়া থানায় ফোন করে অবগতি করবেন। সীমান্তে এলাকা দিয়ে বাংলাদেশী প্রবেশ করে। ফলে তাদের ওপরেও নজরদারি করার জন্য এলাকার মানুষের কাছে আবেদন জানান সাগরপাড়া থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 12:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'! পাকিস্তানে ভারতীয় সেনার খেল শুরু হতেই অন্য ভূমিকায় বাংলার পুলিশ! খেলা দেখাচ্ছে মুর্শিদাবাদে
