North 24 Parganas News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ২৬ বছরের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কাজের মাঝেই হঠাৎ শর্ট সার্কিটে বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাবিবুল্লা। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ট্রাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবনের স্বপ্ন থমকে গেল ২৬ বছরের শ্রমিকের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার সিরাজপুরে। স্থানীয় সুত্রে জানা যায়, এ দিন আমলানি পঞ্চায়েতের সিরাজপুর এলাকার দোকানে ড্রিল মেশিন নিয়ে দেয়াল ভাঙার কাজে করছিলেন ২৬ বছরের হাবিবুল্লা গাজী। মাখালগাছা গ্রামের হরিকাটি এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
আরও পড়ুন: জাতীয় সড়কের করুণ দশা! হেলদোল নেই কেন্দ্রের, নিজস্ব তহবিল থেকেই রাস্তা মেরামতিতে তৎপর রাজ্য
কাজের মাঝেই হঠাৎ শর্ট সার্কিট হয়, ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাবিবুল্লা। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তরতাজা যুবকের এই মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে নেমে আসে শোকের ছায়া।
advertisement
advertisement
কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। এই মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে তাঁরা। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত জানা যাবে বলে জানান তদন্তকারী আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 13, 2025 3:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ২৬ বছরের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু










