২৮৫ বছরের প্রাচীন এই রথযাত্রা! পুরীর রথযাত্রার সঙ্গে কোথায় মিল গুপ্তিপাড়ায়? শুনলে চমকাবেন সেই ইতিহাস
- Reported by:Rahi Haldar
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার ২৮৫ বছরের প্রাচীন রথযাত্রা ভক্তদের মধ্যে পুণ্যবান বলে মনে করা হয়। বৃন্দাবন জিউ মন্দিরের জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যান। ভান্ডার লুট ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকে।
হুগলি: বাংলার প্রসিদ্ধ রথযাত্রা গুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। ২৮৫ বছরের প্রাচীন এই রথ যাত্রা ঘিরে উৎসবে মেতে ওঠেন একলার মানুষরা। দক্ষিন- টানের এই রথ যাত্রা পুরীর রথ যাত্রার মতো পুণ্যবান বলে মনে করেন ভক্তরা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান সুসজ্জিত রথে চড়ে। এই দিন বেলা বারোটায় হয় রথের প্রথম টান।
কথিত ইতিহাস অনুযায়ী, ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধূসুদানন্দ মতান্তরে পিতাম্বরানন্দ। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ। ২৮৫ বছরে পড়ল গুপ্তিপাড়ার রথযাত্রা। বছরের অন্যসময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে।
advertisement
advertisement
এই রথ চার তলা, উচ্চতা প্রায় ৩৬ ফুট, দৈর্ঘ্য ও প্রস্ত ৩৪ ফুট করে। আগে বারোটা চূড়া ছিল বর্তমানে নয়টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ,বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোসাঁইগঞ্জ-বড়বাজারে মাসির বাড়ি। গুপ্তিপাড়া রথযাত্রার একটি একান্ত নিজস্ব বিশেষত্ব ভান্ডার লুট।উল্টোরথের আগের দিন হয় ভান্ডার লুট।
advertisement
গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে এবছর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে ওসিরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ডিএসপি অ্যাডিশনাল এসপি পদ মর্যাদার অফিসাররা মোতায়েন রয়েছেন।ড্রোন ক্যামেরায় চলছে নজরদারি। গুপ্তিপাড়ায় রথের প্রথম টান হয় দুপুর বেলা বারোটায়। এই রথযাত্রা দেখতে বর্ধমান নদীয়া উত্তর ২৪ পরগণা থেকে বহু মানুষ আসেন। ভক্তের ভীরে গমগম করে রথের সড়ক। রথ উপলক্ষে বসে রথের মেলা। উৎসব মুখরিত হয়ে ওঠে গুপ্তিপাড়ার মানুষরা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2025 7:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৮৫ বছরের প্রাচীন এই রথযাত্রা! পুরীর রথযাত্রার সঙ্গে কোথায় মিল গুপ্তিপাড়ায়? শুনলে চমকাবেন সেই ইতিহাস









