২২০০ টাকায় নদী পেরিয়ে ভারতে প্রবেশ! নাম বদলেও রক্ষা পেলেন না, বারুইপুরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

Last Updated:

Bangladeshi Arrested: বারুইপুরে বাংলাদেশি নাগরিক গ্রেফতার। জানা যাচ্ছে, ভারতে থাকতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য বাংলাদেশের নাম বদলে সঞ্জয় নাম রাখেন এই ব্যক্তি। ২২০০ টাকার বিনিময়ে নদী পেরিয়ে ভারতে এসেছিলেন বলে খবর।

বাংলাদেশি নাগরিক গ্রেফতার
বাংলাদেশি নাগরিক গ্রেফতার
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ রাজ্যে ফের গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। এবার বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সঞ্জয় মন্ডল ওরফে আমির হামজা।
জানা যাচ্ছে, ভারতে থাকতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য বাংলাদেশের নাম বদলে সঞ্জয় নাম রাখেন এই ব্যক্তি। রামগোপালপুরের গোস্ট মন্ডল ভারতীয় নথি করতে সাহায্য করেন বলে খবর। ১২ হাজার টাকার বিনিময়ে ভারতীয় গোস্ট মন্ডল ভোটার কার্ড তৈরি করেন। উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় গণেশ বন্দনা! মুর্শিদাবাদে ধুমধাম করে সিদ্ধিদাতার আরাধনা, বাড়ি বসেই দেখুন ছবি
জানা গিয়েছে, ২০১৪ সালে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত থেকে ২২০০ টাকার বিনিময়ে নদী পেরিয়ে ভারতে আসেন ওই ব্যক্তি। ২২০০ থেকে ২৫০০ টাকার বিনিময়ে ওই নৌকার প্রায় ২৫ জন ভারতে প্রবেশ করেন। এরপর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিভিন্ন নামে থাকতে শুরু করেন।
advertisement
advertisement
ওই ব্যক্তি বিল্ডার্সের দোকানে কাজ করতেন বলে খবর। সেখান থেকে উপার্জনের টাকা বাংলাদেশিদের মারফত ওপার বাংলায় থাকা মায়ের কাছে পাঠাতেন। তবে এবার বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে এই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২২০০ টাকায় নদী পেরিয়ে ভারতে প্রবেশ! নাম বদলেও রক্ষা পেলেন না, বারুইপুরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement