Awas Yojana: মুখ্যমন্ত্রীর হাত ধরে আবাসের টাকা দেওয়া শুরু মঙ্গলে, উপকৃত হবেন ১২ লক্ষ উপভোক্তা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কথায় বলে মঙ্গলে ঊষা বুধে পা, ঠিক সেই কথা মাথায় রেখেই হয়ত বাংলার বাড়ি (গ্রামীণ )-এর টাকার দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বিকেলে নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: কথায় বলে মঙ্গলে ঊষা বুধে পা, ঠিক সেই কথা মাথায় রেখেই হয়ত বাংলার বাড়ি (গ্রামীণ )-এর টাকার দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বিকেলে নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে আগামিকাল প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সূচনার সঙ্গে সঙ্গেই, মঙ্গলবার বিকেল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। মঙ্গল-বুধবারের মধ্যে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আগামিকাল থেকে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে।
এই প্রসঙ্গে, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আগামিকাল মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব। আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রী ও যারা অভিযোগ জানিয়েছিলেন তারাও পাবেন। তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মোট সংখ্যা ১২ লক্ষ হয়েছে।”
advertisement
advertisement
অর্থাৎ সংখ্যাটা বিপুল এবং রাজ্যের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি মাইলফলক। কিন্তু, কীভাবে যাবে টাকা?
সোমবার বিকেলে অর্থ দফতর সূত্রে খবর, এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পোস্ট অফিসের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০ হাজার টাকা। পরের কিস্তিতে দেওয়া হবে ৪০ হাজার টাকা। আর শেষ কিস্তিতে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ প্রতি পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
advertisement
যেহেতু রাজ্যই পুরো টাকা দিচ্ছে তাই, প্রকল্পের নাম রাখা হয়েছে ‘বাংলার বাড়ি’। মনে করা হচ্ছে, গড়ে ওঠা বাড়ির উপর ‘বাংলার বাড়ি’ ফলক লাগানো বাধ্যতামূলক করতে পারে নবান্ন।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, উপভোক্তার সংখ্যা বিপুল। তাই আশা করা হচ্ছে ৩০ ডিসেম্বরের মধ্যে ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাঁদের নাম ফাইনাল লিস্টে রয়েছে, তাঁরা সবাই টাকা পাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 12:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Awas Yojana: মুখ্যমন্ত্রীর হাত ধরে আবাসের টাকা দেওয়া শুরু মঙ্গলে, উপকৃত হবেন ১২ লক্ষ উপভোক্তা