Dakshineswar: কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরে চলছে বিশেষ আরাধনা, বছরের প্রথম দিন উপচে পড়েছে ভক্তদের ঢল
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Dakshineswar: বছরের প্রথম দিনই কল্পতরু উৎসব ঘিরে দক্ষিণেশ্বরে ভিড়, চলছে বিশেষ আরাধনা। নতুন বছরের প্রথম দিনে আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে সকাল থেকেই ভক্তরা মন্দিরমুখী হয়ে উঠেছেন।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বছরের প্রথম দিনই পালিত হচ্ছে কল্পতরু উৎসব। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এদিনও দক্ষিণেশ্বর কালীমন্দিরে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। মন্দির চত্বরে ভিড় অসংখ্য ভক্তদের।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি। ক্যানসারে আক্রান্ত রামকৃষ্ণ পরমহংসদেব তখন গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাঁকে আনা হয় কাশীপুর উদ্যানবাটিতে। এরপর কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের স্বরূপে দর্শন দেন রামকৃষ্ণ পরমহংসদেব। আর্শীবাদ করেন, ‘তোদের চৈতন্য হোক।’ ভক্তদের মতে, সেদিন কল্পতরু হয়েছিলেন ঠাকুর। রামকৃষ্ণের সেই রূপের সাক্ষী ছিলেন তাঁর গৃহী ভক্তেরা। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই দিনটি ‘কল্পতরু উৎসব’ হিসেবে পালিত হয়।
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! সূর্য -মঙ্গলের বিরল সংযোগে ৩ রাশি ‘কোটিপতি’, জানুয়ারিতেই ‘জ্যাকপট’, খুলবে ভাগ্যের দরজা
ভক্তদের বিশ্বাস, এদিন প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর কালীমন্দিরে বিশেষ পুজো, আরতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, চলছে সিসিটিভিতে নজরদারি, পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও ভক্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- LPG থেকে Pan Card, ১ জানুয়ারি ২০২৬ থেকে বিরাট পরিবর্তন, ১৬ দিন বন্ধ ব্যাঙ্ক, জানুন মধ্যবিত্তের উপর কী প্রভাব পড়বে
শুধু দক্ষিণেশ্বর নয়, বেলুড় মঠ-সহ জেলার বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও আশ্রমেও আজকের দিনটিতে বিশেষ প্রার্থনা ও ধর্মসভার আয়োজন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে সকাল থেকেই ভক্তরা মন্দিরমুখী হয়ে উঠেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 01, 2026 12:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dakshineswar: কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরে চলছে বিশেষ আরাধনা, বছরের প্রথম দিন উপচে পড়েছে ভক্তদের ঢল










