চিলেকোঠার অ্যাসবেসটস উড়ে অন্য বাড়ির বৃদ্ধাকে চাপা, মৃত্যু
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
রাজ্যে মোট আমফানের বলি ৪০
#উত্তর ২৪ পরগনা: আগরপাড়ার মহাজাতি নগরে বিবেকানন্দ পল্লীতে বুধবার মৃত্যু হয় এক বৃদ্ধার৷ আমফানের কারণেই তাঁর মৃত্যু৷ রাতে একটি বড় বাড়ির চিলেকোঠার অ্যাসবেসটসের শিট ঝোড়ের হাওয়ায় উড়ে যায়৷ এবং সেটাই এসে পড়ে পাশের বাড়ির চালে। সেখানে ঘরে শুয়ে ছিলেন বীনা পানি সরকার নামে ৮০ বছরের এক মহিলা। সেই অ্যাসবেসটসের শিটের তলায় তিনি চাপা পড়ে যান এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
এছাড়াও আরও বেশ কিছু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আপফানের ফলে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর ৷ হাওড়ার ব্যাঁটরায় দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে ৷ জেলেপাড়া থেকে টিকিয়াপাড়া যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি ৷ ঘটনাস্থলেই মারা যান তারা ৷ রাজ্যে আমফানের বলি মোট ৪০৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2020 4:07 PM IST