Howrah News: চা খেতে খেতে কীভাবে পড়ে গেলেন আবাসনের পাঁচতলা থেকে? দুর্ঘটনা নাকি খুন...বৃদ্ধের মৃত‍্যু ঘিরে ঘনাচ্ছে রহস‍্য

Last Updated:

আবাসনের পাঁচ তলায় থাকতেন বৃদ্ধ, দেহ পড়ে নিচে, আত্মহ*ত্যা নাকি হ*ত্যা খতিয়ে দেখছে পুলিশ।

আবাসনের পাঁচ তলায় থাকতেন বৃদ্ধ নিচে পড়ে দেহ
আবাসনের পাঁচ তলায় থাকতেন বৃদ্ধ নিচে পড়ে দেহ
হাওড়া, রাকেশ মাইতি: বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের! একটি আবাসনের পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃত বৃদ্ধর নাম দেবকী নন্দন সান্থালিয়া বয়স প্রায় ৭৫ বছর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার হাওড়া থানা’র অন্তর্গত রামেশ্বর মালিয়া লেনে। স্থানীয় একটি বহুতল আবাসনের পাঁচ তলায় থাকতেন ওই বৃদ্ধ। হঠাৎ কী কারনে এমন মর্মান্তিক ঘটনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ব্যক্তি’র সঙ্গে পরিবারের সম্পর্ক ভাল ছিল না। যে কারণে এক ছেলে অন্যত্র বসবাস করছিল। তবে এদিনের মৃত্যুর বা দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে ছেলে বিদেশ সান্থালিয়া বলেন, ‘‘এই দুঃসংবাদ পেয়ে ছুটে আসি। খবর পাই বাবা ছাদ থেকে পড়ে গিয়েছেন। আলাদা ফ্ল্যাটে থাকি সেখান থেকেই আসছি। কিভাবে এমন ঘটনা,তার কারণ জানা যায়নি।‘‘
advertisement
advertisement
বৃদ্ধকে ওপর থেকে পড়ে যেতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দা এক বাসিন্দা। তিনি বলেন, এদিন সকালে চা খাওয়ার সময়  দুর্ঘটনা। দেখা ‌যায় উপর থেকে একটি টিনে পড়ে রয়েছেন। ওপর থেকে একজন তা দেখতে পান। কিন্তু নিচে থেকে কিছু বুঝতে পারা যায়নি। উপর থেকে নিচে পড়ে যাবার সময় কোনও চিৎকারও শোনা যায়নি, বলেই জানান তিনি।
advertisement
এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের ছেলে ও বৌমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: চা খেতে খেতে কীভাবে পড়ে গেলেন আবাসনের পাঁচতলা থেকে? দুর্ঘটনা নাকি খুন...বৃদ্ধের মৃত‍্যু ঘিরে ঘনাচ্ছে রহস‍্য
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement