South Dinajpur News: নিপুন কাজের সঙ্গে এখনও কুটে যাচ্ছেন শিলনোড়া! সকাল হতেই চরম ব্যস্ততা বৃদ্ধ যোগেন দাসের

Last Updated:

West Bengal news: শীত কিংবা বর্ষা বয়সের ভারকে তুচ্ছ করে প্রতিদিনই কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে পায়ে হেঁটে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় শিলনোড়া কোটার কাজ আজও করে চলেছেন ৭০ বছরের বৃদ্ধ যোগেন দাস।

+
শিলনোড়া

শিলনোড়া কোটার কাজ আজও করে চলেছেন ৭০ বছরের বৃদ্ধ যোগেন দাস

দক্ষিণ দিনাজপুর: শীত কিংবা বর্ষা, বয়সের ভারকে তুচ্ছ করে প্রতিদিনই ২০ কিলোমিটার পথ অতিক্রম করে পায়ে হেঁটে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় শিলনোড়া কোটার কাজ আজও করে চলেছেন ৭০ বছরের বৃদ্ধ যোগেন দাস। অত্যাধুনিক যুগে বাড়ির হেঁসেলে শিলনোড়ার জায়গায় এসেছে আধুনিক যন্ত্রপাতি। তবুও হাল ছাড়েননি তিনি। বয়সের ভারে তেমন কাজ করতে না পারলেও সকাল হতেই ছেনি হাতুড়ি নিয়ে ঠুক ঠুক শব্দে নিপুন কাজের সঙ্গে এখনও ধার করে যাচ্ছেন শিলনোড়া। আর তাতেই একমাত্র জীবন জীবিকা বৃদ্ধর।
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকার বৃদ্ধ যোগেন দাসের শৈশব থেকেই শুরু হওয়া জীবন সংগ্রাম এখনও চলছে। আজ বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন, চামড়ার ভাঁজ পড়েছে। অথচ ৭০ বছর বয়স হলেও এখনও নীরবে নিভৃতে করে চলেছেন শিল কোটার কাজ। তাঁর নিপুন হাতে কখনও মাছ, কখনও বা ফুল এমনই সব কারুকার্য ধরেন শিলনোড়ার মধ্যে। প্রথম জীবনে মাছ ধরা, রাজমিস্ত্রির কাজ করলেও তাঁর মামার থেকেই এই কাজ শেখেন তিনি। সকাল হলেই সংসারের কাজ সামলে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলেন ‘শিলনোড়া ধার’ এই শব্দে। কারণ এখন এটাই যে তাঁর একমাত্র পেশা। তাতেই গৃহস্থ বাড়ির মহিলারা বেরিয়ে আসেন তাদের শিলনোড়া নিয়ে।
advertisement
একসময় প্রতিটি বাড়িতে শিলনোড়া ছিল, যা এখন প্রায় বিলুপ্তির পথে। শিলনোড়া বর্তমানে রান্নাঘরে তাদের আগের মতো গুরুত্বপূর্ণ স্থান আর ধরে রাখতে পারছে না। মিক্সার গ্রাইন্ডারের ব্যবহার বেড়ে যাওয়ায় শিলনোড়ার ব্যবহার ধীরে ধীরে কমে যাচ্ছে। তবুও হাল ছাড়েননি বৃদ্ধ যোগেন বাবু। জানা গেছে, পূর্বে শিল নোড়া কুটে দিনে আয় হত ৫০০-৬০০ টাকা। তবে, এখন আর সেই দিন নেই। এখন সারাদিনে আয় ১৫০-২০০ টাকা। তা দিয়েই কোনো রকমে সংসার অতিবাহিত করতে হয় তাঁর। তাই সকাল থেকেই শিলনোড়া কুটতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: নিপুন কাজের সঙ্গে এখনও কুটে যাচ্ছেন শিলনোড়া! সকাল হতেই চরম ব্যস্ততা বৃদ্ধ যোগেন দাসের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement