West Bardhaman News: শহরের মাঝে এ যেন এক অন্য জায়গা, তবুও দাঁড়িয়ে বিপদ হয়! পুরনিগম করছে অন্য পরিকল্পনা

Last Updated:

Asansol Old houses: আসানসোলের মাছ বাজার। এই জায়গায় এলে মনে হবে বহু প্রাচীন কোনও শহরে চলে এসেছেন। কারণ ঝাঁ চকচকে আধুনিক আসানসোলের মাঝে এই জায়গায় এখনও বর্তমান ১৫০ বছরের পুরানো একাধিক বাড়ি।

+
ভগ্নপ্রায়

ভগ্নপ্রায় অবস্থা বহু প্রাচীন বাড়িগুলির।

আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের মাছ বাজার। এই জায়গায় এলে মনে হবে বহু প্রাচীন কোনও শহরে চলে এসেছেন। কারণ ঝাঁ চকচকে আধুনিক আসানসোলের মাঝে এই জায়গায় এখনও বর্তমান ১৫০ বছরের পুরানো একাধিক বাড়ি। কিন্তু এই পুরানো বাড়িগুলিই বিপদ হয়ে দাঁড়িয়ে আছে।
কখনও কখনও খসে পড়ছে প্লাস্টার। যে কোনও সময়ে বাড়ি ভেঙে বড়সড় বিপদ ঘটাতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে আসানসোল পুরনিগম। ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে ২০০ বছরের প্রাচীন মাছ বাজার এলাকাকে। একই সঙ্গে এই দেড়শ বছরের প্রাচীন বাড়িগুলি নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে। পুরনো ভবনগুলি ভেঙে ফেলার চিন্তা ভাবনা করছে পুরনিগম।
advertisement
advertisement
উল্লেখ্য, আসানসোলের ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বড়বাজার এলাকার সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই আসছিল। কারণ ওই এলাকায় নিকাশি ব্যবস্থা এবং রাস্তার হাল ভাল নয়। তাই সেগুলি অবিলম্বে সংস্কার প্রয়োজন। কাজ শুরুর আগে তাই এলাকা পরিদর্শন করেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। কীভাবে আগামী দিনে কাজগুলি করা যাবে, সেই বিষয়গুলির মূল্যায়ন করেছেন তাঁরা।
advertisement
এলাকাটিকে আধুনিক রূপ দেওয়ার জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। ইতিমধ্যেই এলাকাটি পরিদর্শন করেছেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এই এলাকাটির সৌন্দর্যায়ন এবং সংস্কারের কাজ খুব দ্রুত শুরু হবে বলেও জানা গিয়েছে। পৌরসভার এই উদ্যোগ দেখে খুশি স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: শহরের মাঝে এ যেন এক অন্য জায়গা, তবুও দাঁড়িয়ে বিপদ হয়! পুরনিগম করছে অন্য পরিকল্পনা
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement