Multiplex: ফিরে এল ঐতিহাসিক মাল্টিপ্লেক্স! ৯৮ বছরের বঙ্গবাসী সিনেমা হল নতুন রূপে

Last Updated:

New Multiplex: নতুন রূপে ঐতিহ্যবাহী বঙ্গবাসী সিনেমা হল! হাওড়ার সবচেয়ে পুরনো হল বঙ্গবাসী মাল্টিপ্লেক্সে রূপান্তরিত হয়েছে। সুসজ্জিত মলে থাকছে তিনটি অত্যাধুনিক সুবিধা যুক্ত সিনেমা হল।

+
নতুন

নতুন মোড়কে হাওড়ার ঐতিহ্যবাহী সিনেমা হল

হাওড়া: নতুন রূপে ঐতিহ্যবাহী বঙ্গবাসী সিনেমা হল! হাওড়ার সবচেয়ে পুরনো হল বঙ্গবাসী মাল্টিপ্লেক্সে রূপান্তরিত হয়েছে। সুসজ্জিত মলে থাকছে তিনটি অত্যাধুনিক সুবিধা যুক্ত সিনেমা হল।
সত্তর-আশি- নব্বইয়ের দশকে সিনেমা ছিল বিনোদনের প্রধান মাধ্যম। তখন ছিল না মাল্টিপ্লেক্সের সিনেপর্দা, ছিল একক পর্দার সিনেমা হলগুলোই, যা মাতিয়ে রাখত সেই সময়ের দর্শকদের। হাওড়া ময়দান চত্বরে ছিল তেমনি একটা প্রেক্ষাগৃহ ছিল বঙ্গবাসী। হাওড়া শহরে ঐতিহ্যবাহী এই সিনেমা হল প্রতিষ্ঠা হয়েছিল ৯৮ বছর আগে।
advertisement
advertisement
গন্তব্য এক হলেও বর্তমান যুগ উপযোগী আধুনিকতার সময় আমূল পরিবর্তন এই সিনেমা হলের। সিনেমা হলের পর্দা সাউন্ড সিস্টেম থেকে আধুনিক সিস্টেমে বসার আসন এবং শীতাতপ নিয়ন্ত্রিত হল বর্তমান সময় উপযোগী। শহরের একাংশের মানুষের কাছে স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক সিনেমা হলের অবসান কিছুটা কষ্টের মনে হলেও নতুন প্রজন্মের কাছে অত্যন্ত আনন্দের। শহরবাসীর জন্য আরও সুখবর। এক মলে আধুনিক সুসজ্জিত তিনটি হল পেয়ে।
advertisement
হাওড়ার প্রাচীন ঐতিহ্যবাহী বঙ্গবাসী সিনেমা হল নবরূপে তৈরি হল। এই হলের শুভ সূচনা করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়। এর ফলে হাওড়ার মুকুটে নতুন পালক যোগ হল বলে জানান অরূপ রায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Multiplex: ফিরে এল ঐতিহাসিক মাল্টিপ্লেক্স! ৯৮ বছরের বঙ্গবাসী সিনেমা হল নতুন রূপে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement