Birbhum News: দুবরাজপুরে খুলে গেল 'আনন্দ আশ্রম', অসহায় বাবা-মায়েদের মুখে ফুটবে একটু হাসি!
- Published by:Suman Biswas
Last Updated:
Birbhum News: বীরভূমের দুবরাজপুরের আট নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল একটি বৃদ্ধাবাস ও অনাথালয়। এদিন এর উদ্বোধন করেন বীরভূম জেলা শাসক বিধান রায়।
#দুবরাজপুর: 'বৃদ্ধাবাস তৈরী হওয়াটাই লজ্জার ব্যাপার , পাশাপাশি অনাথ আশ্রম গড়ে ওঠাও কম লজ্জার নয় , কারণ আমরা এখন আমাদের নিয়ে বেশী ভাবি ।' বীরভূমের দুবরাজপুরের বৃদ্ধাবাস ও অনাথালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বললেন বীরভূমের জেলা শাসক বিধান রায়।
বীরভূমের দুবরাজপুরের আট নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল একটি বৃদ্ধাবাস ও অনাথালয়। এদিন এর উদ্বোধন করেন বীরভূম জেলা শাসক বিধান রায় । এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা , বিডিও , ব্লগ ওয়েলফেয়ার অফিসার আদর্শ চাকমা সহ অন্যান্যরা। বর্তমান সমাজে মানুষ যত উচ্চ শিক্ষিত ঠিক ততটাই অমানবিক। তাই হয়ত এখনও বৃদ্ধ বয়সে বাবা মাকে তাড়িয়ে দেওয়া, বাড়ির বৃদ্ধদের উপর অত্যাচার করা এরকম অনেক ঘটনায় চোখে পড়ে।
advertisement
advertisement
তাই এই অত্যাচার থেকে বাঁচতে বাধ্য হয়ে বাড়িছাড়া হতে হয় শেষ বয়সে। এমনকি ঘর থেকে বের করে দেওয়ার ঘটনাও চোখে পরে বর্তমানে। সমাজ যত শিক্ষিত হচ্ছে ঠিক ততই যেন দিনের পর দিন বেড়ে চলেছে বাড়ির বয়স্কদের উপর অত্যাচার। তাই তাঁদের যত্নে রাখতে দুবরাজপুর নাগরিক সমাজের প্রয়াস 'আনন্দ আশ্রম'। দুবরাজপুরে তাঁরা যৌথ ভাবে উদ্বোধন করে বৃদ্ধাবাস ও অনাথালয়।
advertisement
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা শাসক বিধান রায় জানান , "আগে একান্নবর্তী পরিবার ছিল। কালের নিয়মে জীবিকার তাগিদে এবং সামাজিক অবক্ষয় একান্নবর্তী পরিবার ভেঙে যায় । কিন্তু এখন সেই পরিবার মাইক্রো পরিবারে পরিণত হয়েছে নিজেদের স্বার্থে । বর্তমান সমাজে এমন বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম তৈরি হওয়া সমাজের কাছে লজ্জার । তবে বর্তমান পরিস্থিতিতে দুবরাজপুর নাগরিক সমাজের যে প্রয়াস তা প্রশংসনীয়।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: দুবরাজপুরে খুলে গেল 'আনন্দ আশ্রম', অসহায় বাবা-মায়েদের মুখে ফুটবে একটু হাসি!