Organ Donation: রয়ে গেল সাত বছরের কন্যা, মৃত্যুতেও কত প্রাণ বাঁচিয়ে গেলেন চিকিৎসক সংযুক্তা রায়!
- Published by:Suman Biswas
Last Updated:
Organ Donation: বিশেষত ব্রেনের অস্ত্রোপচার করতে হলে এখানে অনেক প্রবীণ চিকিৎসকেরও এনেসথেসিয়া করতে গিয়ে হাত কাঁপে, সেখানে সংযুক্তা সব সময় এক বাক্যে রাজি হতেন।
#কলকাতা: জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে, সব মরণ নয় সমান।' প্রতুল মুখোপাধ্যায়ের এই গানের কথা সুরেই মিলে যায় চিকিৎসক সংযুক্তা শ্যাম রায়ের সঙ্গে । ৪১ বছর বয়সী সংযুক্তা, ৭ বছরের এক কন্যা সন্তান। ১৯৯৯ সালে শিয়ালদা এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে আর পিছনে তাকাতে হয়নি মেধাবী সংযুক্তাকে। চিকিৎসাবিজ্ঞানের উচ্চশিক্ষায় একইভাবে মেধার স্বাক্ষর রেখে যান ডঃ সংযুক্তা শ্যাম রায়। এনেসথেসিয়া নিয়ে এমডি করে ইএম বাইপাসের পাশে অ্যাপোলো হাসপাতালের জটিল অস্ত্রপচারে সংযুক্তার জুড়ি মেলা ভার ছিল।
বিশেষত ব্রেনের অস্ত্রোপচার করতে হলে এখানে অনেক প্রবীণ চিকিৎসকেরও এনেসথেসিয়া করতে গিয়ে হাত কাঁপে, সেখানে সংযুক্তা সব সময় এক বাক্যে রাজি হতেন। দীর্ঘ সাত বছর এই হাসপাতালে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করার পর তিনি ব্যক্তিগতভাবে হাসপাতাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করলেও সেখানেও তার কাজের খুঁত কেউ বার করতে পারেনি।
advertisement
শুক্রবার রাজারহাট নিউটাউনে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় সংযুক্তার। দ্রুত তাঁকে ইএম বাইপাসের পাশের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সমস্ত রকম প্রচেষ্টা চালানোর পরও রবিবার রাতে ব্রেন ডেথ হয়ে যায় প্রতিভাবান চিকিৎসক সংযুক্তা শ্যাম রায়ের। এরপরে শোকগ্রস্ত পরিবারকে কোন কিছু বোঝানোর প্রয়োজন পড়েনি, উল্টে তাঁর পরিবারের তরফ থেকেই চিকিৎসকদের বলা হয় যে, সংযুক্তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
এরপরই হাসপাতালের তরফ থেকে যোগাযোগ করা হয় রোটো-র ( রিজিওনাল অর্গান এন্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন ) এর সঙ্গে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা জানা যায়, ব্রেন ডেথ হয়ে যাওয়া সংযুক্তার লিভার, দুটি কিডনি এবং চোখ দান করার মতো পরিস্থিতিতে রয়েছে। এরপরই কোথায় কোথায় কার কোন অঙ্গ প্রয়োজন এবং তাঁর সঙ্গে ব্রেন ডেথ হয়ে যাওয়া সংযুক্তার অঙ্গের ম্যাচিং হচ্ছে কিনা সেটা খোঁজ শুরু করে রোটো।
advertisement
মঙ্গলবার রাতেই ম্যাচিং গ্রহীতা পাওয়া যায়। বুধবার সকাল থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। তরুণী চিকিৎসক সংযুক্তার লিভার পেতে চলেছে কলকাতারই বাসিন্দা ৬১ বছর বয়সী এক বৃদ্ধ। অন্যদিকে একটি কিডনি পাবেন জামশেদপুরের বাসিন্দা ৩০ বছর বয়সী এক তরুণী। এই কিডনি প্রতিস্থাপন হবে দমদম আইএলএস হাসপাতালে। অন্যদিকে আরও একটি কিডনি এসএসকেএম হাসপাতালে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রতিস্থাপিত করা হবে। চোখ বা কর্নিয়া যাবে দিশা আই হাসপাতালের আই ব্যাংকে।
advertisement
রাজ্যের সর্বস্তরের চিকিৎসকরা এই ঘটনাকে শুধুমাত্র কুর্নিশযোগ্য বলছেন না, একজন চিকিৎসক হিসেবে তাঁর পরিবার যেভাবে সচেতনতা আর বার্তা দিলেন তা সবার কাছেই উদাহরণযোগ্য বলে মনে করছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে চিকিৎসক কৌশিক চাকী বলেন, "এই মৃত্যু একদিকে যেমন অপূরণীয় ক্ষতি, সাত বছরের সন্তানকে রেখে চিকিৎসক মায়ের চলে যাওয়াকে আমরা কেউই মানতে পারছি না। তবু বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমাদের চিকিৎসকরা যেভাবে লড়াই চালিয়ে যান, তার এক প্রকৃষ্ট উদাহরণ এই ঘটনা। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। যেভাবে সংযুক্তার পরিবার তার অঙ্গ দান করল তা সত্যিই কুর্নিশ যোগ্য।"
advertisement
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস-এর পক্ষ থেকে চিকিৎসক মানস গুমটা জানান, "সংযুক্তার মতন মেধাবী চিকিৎসকের অকালে চলে যাওয়া সত্যিই দুঃখজনক। তবুও সেই অপরিসীম শোকের মধ্যেও তাঁর পরিবার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমাদের প্রত্যেকের মাথা নত হয়ে গিয়েছে। আশা রাখি আগামী দিনে আরও বহু মানুষ এই অঙ্গ দানে উদ্বুব্ধ হবেন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
First Published :
May 04, 2022 2:23 PM IST