Offbeat News: হালিশহরে এ সব কী হচ্ছে ! গাড়ির ডিকি খুলতেই...ওটা কী? ফুটেজ দেখেই সবার চক্ষু চড়কগাছ...তোলপাড় এলাকা
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat News:গৃহপালিত সেই দামি গরু নিরুদ্দেশ হওয়ায়, এখন তাকে খুঁজে দেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দারস্থ খাটাল মালিক। জানা গিয়েছে, হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এইচ কে ডক্টর রোডের বাসিন্দা সুভাষ যাদবের খাটাল থেকে ওই দামি গরুটি দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়।
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: যাত্রী পরিবহণের ছোট চারচাকা গাড়িটি এসে দাঁড়াতেই, খুলে দেওয়া হল পিছনের ডিকি। সেখানেই তোলা হল আস্ত গরু ! শুনতে কিছুটা অবাক লাগলেও, ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এমন দৃশ্যই। গৃহপালিত সেই দামি গরু নিরুদ্দেশ হওয়ায়, এখন তাকে খুঁজে দেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দারস্থ খাটাল মালিক। জানা গিয়েছে, হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এইচ কে ডক্টর রোডের বাসিন্দা সুভাষ যাদবের খাটাল থেকে ওই দামি গরুটি দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়।
গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও নিখোঁজ গরুর কোনও সন্ধান মেলেনি। পরদিন ভোরে জানা যায়, মূল সড়কের পাশ থেকে দুই ব্যক্তি একটি চারচাকা গাড়িতে গরুটিকে তুলে নিয়ে যায়। সেই দৃশ্য ধরা পড়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে লাগানো সিসি ক্যামেরায়। ফুটেজ প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় চোখে জল? কী কী খাবার আপনাকে কনস্টিপেশন থেকে বাঁচাবে? জানুন
গরুর মালিক সুভাষ যাদব হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আগে কখনও এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। হঠাৎ করে কেন এই কাণ্ড ঘটলো বুঝে উঠতে পারছেন না কেউই। তবে এভাবে কোথায় নিয়ে যাওয়া হল গরুটিকে! ঘুরছে সেই প্রশ্নই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2025 8:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News: হালিশহরে এ সব কী হচ্ছে ! গাড়ির ডিকি খুলতেই...ওটা কী? ফুটেজ দেখেই সবার চক্ষু চড়কগাছ...তোলপাড় এলাকা







