Offbeat || Howrah News: পুলিশ যখন সত্যি 'মামা'... আর ভাগ্নে কে? হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়ে থাকল হাওড়া স্টেশন

Last Updated:

Offbeat || Howrah News: মুখেভাতের আসর বসল স্টেশনে। বাঙালিয়ানার ঐতিহ্যকে বজায় রেখে সপ্তাহের ছুটির দিনে জিআরপির অফিসে মুখেভাত হল ছয় মাসের ছোট্ট গণেশের। কিন্তু কে এই গণেশ?

পুলিশ যখন সত্যি 'মামু'!
পুলিশ যখন সত্যি 'মামু'!
হাওড়া: ‘মামা,ভাগ্নে ও মামার বাড়ি’ শব্দটা প্রত্যেকের কিশোর জীবনের বিশেষ সুখ স্মৃতি ও অনাবিল আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে। যদিও অপরাধ জগতে অপরাধী ও পুলিশ অধিকারিকদের ‘মামা ও ভাগ্নে’ নামের শব্দটিও ব্যাঙ্গের আকারে সমাজে বহুল প্রচলিত। শুধু তাই নয় অপরাধ জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেলকে ব্যঙ্গ করে ‘মামাবাড়ি’ বলেও সম্বোধন করে থাকে। একইভাবে আম জনতাও পুলিশ ও থানাকে ‘মামা/মামু’ অথবা ‘মামার বাড়ি’ বলেও ব্যঙ্গ করে থাকে। তবে আজ আর রসিকতার ছলে নয়, মামা ও ভাগ্নের চিরন্তন সম্পর্কের এই অন্যরকম হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়ে থাকল হাওড়া স্টেশন।
advertisement
রবিবার হাওড়া স্টেশনের জিআরপি আধিকারিকরা রীতিমতো নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করলেন ভাগ্নের মুখেভাত অনুষ্ঠান। বাঙালিয়ানার ঐতিহ্যকে বজায় রেখে সপ্তাহের ছুটির দিনে জিআরপির অফিসে মুখেভাত হল ছয় মাসের ছোট্ট গণেশের। কিন্তু কে এই গণেশ? কী সম্পর্ক স্টেশনের জিআরপি আধিকারিকদের সঙ্গে তার? জানতে হলে পিছিয়ে যেতে হবে ঠিক ছয় মাস।
advertisement
ঘটনার সূত্রপাত হাওড়া স্টেশনের ১ নম্বর গেট  থেকে। সেখানেই হুগলির রিষড়ার নয়াবস্তি এলাকার বাসিন্দা টুম্পা দাস ও রাজু দাসের সন্তান ভূমিষ্ট হয়। হুগলির বাসিন্দা হলেও পেশায় বোতল কুড়ানি টুম্পা ও রাজুর সংসার হাওড়া স্টেশন চত্বরেই। সারাদিনে যাত্রীদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল কুড়িয়ে যা আয় হয় তাতেই সংসার চলে নুন আনতে পান্তা ফুরানো এই সহায় সম্বলহীন এই দম্পতির।  সহায় সম্বলহীন বাবা মায়ের কোল আলো করে আসে হাওড়ার একরত্তি গণেশ।
advertisement
গনেশের জন্ম হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে। যদিও জন্মের পর থেকেই হাওড়া জিআরপির আধিকারিকরা সদ্যজাত গণেশর প্রতি বাড়িয়েছিল স্নেহের হাত। আর সেই মানবিক আবেগের প্রতিফলন দেখা গেল এদিন হাওড়া জিআরপির অফিসে। নিজেদের হাতে থালাতে ভাত, ডাল, তরকারি, মাছ-সহ একাধিক পদ সাজিয়ে নিজেদের হাতে আবেগে চোখের জলে ভিজে খাওয়ালেন তাঁদের আদরের ভাগ্নে গণেশকে। হাওড়া জিআরপির মুখ্য আধিকারিক সিদ্ধার্থ রায় ও হাওড়া ডনবস্ক আসাইলামের যুগ্ম তত্ত্বাবধানে পুলিশ মামা হয়ে উঠল গণেশর সত্যিকারের ‘মামা’।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat || Howrah News: পুলিশ যখন সত্যি 'মামা'... আর ভাগ্নে কে? হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়ে থাকল হাওড়া স্টেশন
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement