Odisha Train Accident: 'বাবু রে...' মায়ের লাগাতার চিৎকার, ফিরবে ছেলের নিথর দেহ! এখনও মা জানেই না
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Odisha Train Accident: রোজগারের আশায় ঘর ছেড়ে চেন্নাই গিয়েছিলেন দাঁতন দুই ব্লকের এক যুবক। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
বেলদা: দিদির বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। সামান্য ছিটেবেড়া বাড়িতে থাকেন বাবা ও মা। সামান্য চাষের উপরে চলতে সংসার। বাবা- মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ি ছেড়েছিলেন বছর ২৪-এর অচিন্ত্য মাইতি। বেশ কয়েক বছর চেন্নাইতে কাজ করতেন অচিন্ত্য।
কাজের ছুটি নিয়ে বাড়িও এসেছিলেন কয়েকদিন আগে। তবে ফের বাড়ি থেকে কাজের উদ্দেশে যাওয়া আর হল না তাঁর। সঠিক সময়ে ট্রেন ধরে ছিলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন দুই ব্লকের পাহাড়িচকের এই যুবক।
advertisement
আরও পড়ুন: কারও খোঁজ নেই, কারও দেহ পচাগলা-বিকৃত! DNA পরীক্ষায় ওড়িশা রওনা নিকটাত্মীয়দের
তবে বালাসোর সংলগ্ন বাহানাগা বাজার স্টেশন এলাকায় আপ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার খবর পেয়ে অচিন্ত্যকে বেশ কয়েকবার ফোন করেছিলেন পরিবার থেকে এলাকাবাসী। ফোন বেজেছে বেশ কয়েকবার। তবে ফোন তোলেননি তিনি।
advertisement
আরও পড়ুন: দুর্ঘটনাস্থল থেকে কবে ফিরবে রাম? কান্নাভেজা চোখে অপেক্ষায় মা! কিন্তু…
তারপর থেকেই নাওয়া-খাওয়া ভুলেছেন মা-বাবা-সহ এলাকার মানুষজন। দুর্ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ হাতড়ে অবশেষে শনাক্ত হয় অচিন্ত্যর মরদেহ।সারাদিন কেঁদে চলেছেন মা। কেঁদে চলেছে পরিবারের অন্যান্যরাও। ছেলে ফিরবে। তবে তাঁর নিথর দেহ। কীভাবে চলবে সংসার উৎকণ্ঠায় প্রতিবেশীরা।
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2023 7:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Odisha Train Accident: 'বাবু রে...' মায়ের লাগাতার চিৎকার, ফিরবে ছেলের নিথর দেহ! এখনও মা জানেই না






