Mid May Meal: পড়ুয়াদের অপুষ্টি মেটাচ্ছে মিড ডে মিল! অভিনব উদ্যোগ আরামবাগ হাই স্কুলের
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার বারবার বিভিন্ন স্কুলকে জানিয়েছে বাচ্চারা যাতে সঠিক পুষ্টি পায় তার দিকে নজর দিতে।
হুগলি: বাচ্চাদের পড়াশোনাও তাদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। অনেক ক্ষেত্রেই দেখা যায় পুষ্টিকর খাদ্যের অভাবে ম্যান নিউট্রিশনে ভুগছে ছোট ছোট ছেলেমেয়েরা। যা তাদের শুধু শারীরিক বিকাশ নয় মানসিক বিকাশের ক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এবার পুষ্টির ঘাটটি মেটাতে অভিনব পদক্ষেপ নিয়েছে আরামবাগ হাই স্কুল। স্কুলে মিড ডে মিলের সঙ্গে দেওয়া হচ্ছে ফল। যা বাচ্চাদের পুষ্টি মেটাতে সহায়তা করবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে মিড ডে মিলের সঙ্গে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে ফল। কখনো আপেল কখনো আঙুর কখনো লেবু বেদানা। বিভিন্ন ফল বাচ্চাদের দিয়ে তাদের যে অপুষ্টির অভাব তা দূরূীকরণের চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের সহায়তায় ও স্কুলের তৎপরতা এবং উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাচ্চাদের ম্যাল নিউট্রিশন থেকে সঠিক পুষ্টি যুক্ত খাবার খাইয়ে তাদের মানসিকও শারীরিক বিকাশের দিকে বিশেষ নজর দিয়েছে এই স্কুল।
advertisement
advertisement
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার বারবার বিভিন্ন স্কুলকে জানিয়েছে বাচ্চারা যাতে সঠিক পুষ্টি পায় তার দিকে নজর দিতে। সেই থেকেই তাদের স্কুল এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। যেখানে বাচ্চাদের হাতে মিড ডে মিলের সঙ্গে তুলে দেওয়া হচ্ছে একটি করে ফলের প্যাকেট। যার মধ্যে থাকছে আপেল আঙুর সহ একাধিক ফল। এই ফল খেলে একদিকে যেমন সম্পূর্ণ পুষ্টি পাবে বাচ্চারা ঠিক তেমনি সঠিক পুষ্টি পেলে তাদের পড়াশোনা ও মানসিক বিকাশের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করবে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mid May Meal: পড়ুয়াদের অপুষ্টি মেটাচ্ছে মিড ডে মিল! অভিনব উদ্যোগ আরামবাগ হাই স্কুলের
