Nurse Dead Body Recovered: নার্সের পচাগলা দেহ উদ্ধার ঘিরে শোরগোল, মুর্শিদাবাদে মারাত্মক কাণ্ড!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Nurse Dead Body Recovered: বহরমপুর স্টেশন সংলগ্ন শিল্পতালুকের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন তিনি।
মুর্শিদাবাদ: বহরমপুরে নিঁখোজ ছিলেন একজন নার্স। বহরমপুর স্টেশন সংলগ্ন শিল্পতালুকের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন তিনি। আরজি কর কাণ্ডের মধ্যেই তাঁর অপহরণ হওয়ার দাবিও বাসা বেঁধেছে নিকটজনের মনে।
পুলিশও সেই দাবিকে পুরোপুরি নস্যাৎ করেনি। আর তাই অত্যন্ত সতর্কভাবে বিষয়টি তদন্ত শুরু করেছিল বহরমপুর থানা। অবশেষে সেই নিখোঁজ নার্সের পচাগলা দেহ উদ্ধার হল ভাগীরথীতে, তাঁর বাড়ির কাছেই। বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃতের বয়স ২৩ বছর।
আরও পড়ুন: পাইলসের কষ্ট কমাতে এই ফলের অনন্য অবদান, কাঁচা-পাকা-শুকনো সবেতেই দারুণ উপকার! জানুন
পুলিশ সুত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কোদলা ঘাটে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশে। বহরমপুর থানার পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে। বাড়ির লোককে খবর দেওয়া হলে তাঁরা এসে মৃতদেহ শনাক্ত করেন। মৃতার বাড়ি বহরমপুর থানার কোদলা গ্রামে। কর্মসূত্রে বহরমপুরের একটি হস্টেলে থাকতেন। বুধবার রাত আটটার সময় ডিউটি শেষ করে তাঁর হস্টেলে ফিরবার কথা ছিল। কিন্তু সেখানে তিনি সেদিন ফেরেননি।
advertisement
advertisement
আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না
শুক্রবার বাড়ির লোকজনকে নিঁখোজ সংবাদ দেয় হস্টেল কতৃপক্ষ, দাবি মৃতার মায়ের। মেয়ের খোঁজ না পাওয়ায় অপহরণের দাবিও করে মৃতের পরিবার। যদিও বহরমপুর থানার পুলিশ তদন্তে নেমে ভাগীরথী সেতুতে একজোড়া জুতো দেখতে পায়। রাতে ওই এলাকায় গঙ্গায় ঝাঁপ দেওয়ার শব্দও শুনতে পান ভাগীরথী ঘেঁষা গান্ধি কলোনির বাসিন্দারা। জুতো ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ওই নার্স আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রথম থেকেই অনুমান করে। যদিও থানায় পরিবারের দাবি মেনে অপহরণের মামলা রুজু হয়।
advertisement
পুলিশ রাত দেড়টা নাগাদ কোদলা থেকে মৃতদেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়মমাফিক চিকিৎসকরা মৃত ঘোষণা করার পর রাতেই হাসপাতালের মর্গে দেহ রাখা হয়। রবিবার মৃতদেহ ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের লোকজন সুচিত্রা’র আত্মহত্যা করবার মতো কারণ খুঁজে না পেলেও ঘটনার পেছনের কারণ জানতে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 12:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nurse Dead Body Recovered: নার্সের পচাগলা দেহ উদ্ধার ঘিরে শোরগোল, মুর্শিদাবাদে মারাত্মক কাণ্ড!