West Medinipur News: ওকালতি নয়, নিজের গাঁটের টাকায় যা করেন এই আইনজীবী, জানুন

Last Updated:

নিজের টাকায় প্রত্যেকদিন পথ কুকুর দের জন্য আইনজীবী করেন এই কাজ, তার এই মহতী উদ্যোগকে ধন্য ধন্য করছে সকলে।

+
চলছে

চলছে কুকুরদের খাওয়ানো

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: আদালতে গিয়ে শুধু ওকালতি করা নয়, এক আইনজীবী প্রতিদিন করে চলেছেন বিভিন্ন সামাজিক কাজ। একদিকে যেমন ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তার পেশা, তেমনি তার নেশা সামাজিক বিভিন্ন কাজ। বাড়িতে লাগিয়েছেন ভিন্ন প্রজাতির গাছ। গাছ পরিচর্যার পাশাপাশি এই আইনজীবী সারাদিন করেন এই কাজ। পেশা নয়, পেশার পাশাপাশি তার নেশা স্থানীয় পথ কুকুরদের খাবার খাওয়ানো। প্রতিদিন এই কাজ করেন তিনি। মানুষের মত সামাজিক এক জীব কুকুর। এই কুকুরদেরও অধিকার আছে সমাজে খেয়ে বেঁচে থাকার। এই ভাবনা থেকেই এমন উদ্যোগ।
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বাসিন্দা পেশায় আইনজীবী অভিজিৎ সামন্ত। প্রায় প্রতিদিন তিনি তার নিজের কষ্টার্জিত অর্থে পথ কুকুরদের খাবার খাওয়ানো। এটি সাধারণ একটি উদ্যোগ নয়, বরং পশুদের প্রতি তার দায়িত্ববোধের প্রকাশ। সমাজের প্রতি সহানুভূতি এবং মানবিকতার প্রকাশ এই আইনজীবীর।
advertisement
advertisement
প্রসঙ্গত, শীত ,গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় পথ কুকুরদের। সামান্য উচ্ছিষ্ট খেয়েই তাদের এই দিন যাপন। তবে গোটা এলাকাকে বিভিন্ন ঘটনা থেকে রক্ষা করে সামান্য এই কয়েকটা কুকুর। তবে কেউ কখনও তাদের উপর আঘাত করে। খেতে দেওয়া তো দূর বরং তাদেরকে নানাভাবে অবহেলা করেন বেশ কিছু মানুষ।
advertisement
তবে প্রায় প্রতিদিন আইনজীবী অভিজিৎ সামন্তের এই উদ্যোগে রাস্তার ধারে ফুটপাতে কিংবা গলির কোনে থাকা পথ কুকুরদের নিয়মিত খাওয়ান তিনি। তাদের নিরাপত্তার বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে দেখেন। স্বাভাবিকভাবে শুধু ওকালতি নয়, এই আইনজীবীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ওকালতি নয়, নিজের গাঁটের টাকায় যা করেন এই আইনজীবী, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement