North Dinajpur News: নামমাত্র বিনিয়োগ, বাকিটা ইতিহাস! এই ব্যবসায় লাভের অঙ্ক ঘরে আসা শুরু হলেই সোনায় সোহাগা
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক বেকার দুঃস্থ যুবক এই চাষের সঙ্গে যুক্ত।
উত্তর দিনাজপুর: মৌমাছি চাষ করেই আসবে মোটা টাকা। লাগবে শুধু মৌ বাক্স, ফেস কভার, মধু রাখার ড্রাম সহ বেশ কিছু সরঞ্জাম। শীত পড়তেই চাহিদা বেড়ে যায় মধুর। মধু রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি এর অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ভাইরাল শীতে ঠান্ডা, ফ্লু, কাশি এবং গলাব্যথার সমস্যায় দারুণ কার্যকরী। কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক বেকার দুঃস্থ যুবক এই মধু চাষের সঙ্গে যুক্ত।
শীত পড়তেই উত্তর দিনাজপুর জেলার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গেলেই প্রায় সময় এই মৌমাছি চাষের ছবি দেখা যায়। মৌমাছি চাষের জন্য ২৯০ খানা মৌ বাক্স বসানো আছে। একেকটি মৌ বাক্সে ফ্রেম থাকে। এই বাক্সে মৌমাছি প্রতিপালনের কয়েকদিন পর তার থেকে মধু বের করা হয়। আড়াই থেকে তিন কেজি পর্যন্ত একটি বাক্স থেকে মধু সংগ্রহ করে থাকেন তারা। মূলত শীতের মরশুমে মৌমাছি চাষ শুরু করা হয়। এই মৌমাছি চাষ করে এর থেকে মধু সংগ্রহ করা হয়। এই মৌমাছি চাষ করতে বিভিন্ন উপকরণের প্রয়োজন পড়ে। যেমন শীতের প্রকোপে যাতে মৌমাছি পালনে কোন রকম সংক্রমণ না হয় তার জন্য সালফার মিঠাই জাতীয় ওষুধ ব্যবহার করেন মধু চাষিরা। জেলা থেকে মধু সংগ্রহ করে নামিদামি বহু বহুজাতিক সংস্থায় বিক্রি করেন মধু চাষিরা।
advertisement
advertisement
আরও পড়ুন: বাউল গান মানেই একতারা, জানেন, কীভাবে তৈরি হয় এই বাদ্যযন্ত্রটি? পড়ুন
এক মধু চাষি জানান, “৫০ হাজার টাকা বিনিয়োগ করতে হয়েছে। আগামী তিন মাস ধরে বিনিয়োগের টাকা তোলার পাশাপাশি লাভের অংশ তুলতে হয়। মধুর কত দাম হবে তা ঠিক করে সংস্থাগুলো। আবহাওয়া ভাল থাকলে মধু চাষ ভাল। এ মধু বাজারে কেজি প্রতি ৫০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হয়। এভাবে মৌমাছি চাষ করে আপনি মোটা টাকা উপার্জন করতে পারবেন।”
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2024 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North Dinajpur News: নামমাত্র বিনিয়োগ, বাকিটা ইতিহাস! এই ব্যবসায় লাভের অঙ্ক ঘরে আসা শুরু হলেই সোনায় সোহাগা









