Ektara: বাউল গান মানেই একতারা, জানেন, কীভাবে তৈরি হয় এই বাদ্যযন্ত্রটি? পড়ুন
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
নারকেল খেয়ে নারকেলের মালাটা ফেলে না দিয়ে কাজে লাগান এইভাবে
উত্তর দিনাজপুর: বাংলার লোকসঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একতারা। বিশেষ করে, বাউল গানের দোসর এই বাদ্যযন্ত্র। জানেন কীভাবে তৈরি হয় একতারা? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিল্পী মানিক দাস প্রায় ১৪ বছর ধরে একতারা বানিয়ে আসছেন। মানিক দাস জানান, লাউয়ের খোলা দিয়ে বড় একতারা তৈরি হলেও ছোট একতারা তৈরি হয় নারকেলের মালা দিয়ে। এটি বানাতে লাগে নারকেলের খোল, এক খণ্ড সরু বাঁশ, একগাছি তার। মানিক দাস জানান, নারকেলের মালা দিয়ে একতারা তৈরি করতে প্রথমে তিনি বাতিল নারকেল সংগ্রহ করে নিয়ে আসেন। তারপর নারকেলের খোলা ছাড়িয়ে নারকেলের মালা কেটে নেওয়া হয়। এরপর নারকেলের ভিতরে শাঁস পরিষ্কার করতে হয়। তারপর নারকেলের মালা ভিতর থেকে ঘষে পরিষ্কার করে তার ওপর রং করে বিভিন্ন ডিজাইন আঁকা হয়। মাপ অনুযায়ী বাঁশ কেটে স্ক্রু দিয়ে আটকানো হয় নারকেলের মালার উপর।
নারকেলের মালা দিয়ে একতারা তৈরি করতে খরচ পড়ে ৩০ থেকে ৪০ টাকা। বাজারে এটি ১০০ থেকে ১৫০ টাকা দামে বিক্রি করা হয়।
পিয়া গুপ্তা
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2024 5:36 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ektara: বাউল গান মানেই একতারা, জানেন, কীভাবে তৈরি হয় এই বাদ্যযন্ত্রটি? পড়ুন






