North Bengal Disaster: উত্তরে ভয়াবহ বিপর্যয়! এর মাঝেই সিটংয়ে আটকে ৫ বাঙালি পর্যটক, কেমন আছেন তাঁরা, সেখানে কেমন পরিস্থিতি?

Last Updated:

North Bengal Disaster: গত শুক্রবার উত্তরবঙ্গের সিটং-এর উদ্দেশে রওনা দিয়েছিলেন পলাশিপাড়ার পাঁচজন। গতকাল তাঁরা সিটং-এ পৌঁছে একটি হোমস্টে-তে ওঠেন। এরপরই শুরু হয় প্রাকৃতিক বিপর্যয়।

সিটংয়ে আটকে ৫ বাঙালি পর্যটক
সিটংয়ে আটকে ৫ বাঙালি পর্যটক
নদিয়া, সমীর রুদ্রঃ দুর্গাপুজো মিটতে না মিটতেই উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়। ভারী বৃষ্টির জেরে উত্তাল তিস্তা। বানভাসি বহু এলাকা। উত্তরের নানা জেলায় দুর্যোগের ছাপ স্পষ্ট। এই পরিস্থিতিতে সিটংয়ে আটকে রয়েছেন পলাশিপাড়ার পাঁচ জন পর্যটকের একটি দল।
জানা যাচ্ছে, গত শুক্রবার উত্তরবঙ্গের সিটং-এর উদ্দেশে রওনা দিয়েছিলেন নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা কৌস্তুভ দত্ত সহ তাঁর পরিবারের পাঁচ সদস্য। গতকাল তাঁরা সিটং-এ পৌঁছন। সেখানে তোরখ নামে একটি জায়গায় হোমস্টে-তে ওঠেন কৌস্তুভবাবুরা। এরপরই শুরু হয় প্রাকৃতিক বিপর্যয়।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর আগে বড় ক্ষতি! মাথায় হাত ব্যবসায়ীদের, কী হল জানুন
কৌস্তুভবাবুরা যেখানে রয়েছেন, সেই এলাকায় কোনও ক্ষয়ক্ষতি না হলেও সংবাদমাধ্যমে খবর জানতে পেরে উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। আপাতত তাঁরা ওই হোমস্টেতেই রয়েছেন। আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন না।
advertisement
advertisement
আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, উত্তরের জেলায় জেলায় দুর্যোগ। গতকাল রাত থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যায় আলিপুরদুয়ার জেলার পর্যটকরাও সমস্যায় পড়েছেন। হলং নদীর বাঁধ ভেঙে জলদাপাড়া টুরিস্ট লজে জল প্রবেশ করছে। অন্যদিকে জলপাইগুড়ির লক্ষ্মীপুজোর বাজারেও দুর্যোগের প্রভাব স্পষ্ট। ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসলেও ক্রেতাদের সেই অর্থে দেখা নেই। ফলে বিক্রেতাদের মাথায় হাত পড়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North Bengal Disaster: উত্তরে ভয়াবহ বিপর্যয়! এর মাঝেই সিটংয়ে আটকে ৫ বাঙালি পর্যটক, কেমন আছেন তাঁরা, সেখানে কেমন পরিস্থিতি?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement