Lakshmi Puja 2025: লক্ষ্মীপুজোর আগে বড় ক্ষতি! মাথায় হাত ব্যবসায়ীদের, কী হল জানুন
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Lakshmi Puja 2025: দুর্গাপুজো সম্পন্ন হতেই রাজ্যের নানা বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে কেনাকাটার পথে বাধ সাধছে বৃষ্টি। জলপাইগুড়ির বাজারে সেই অর্থে ক্রেতা না আসায় ব্যবসায়ীদের মাথায় হাত।
জলপাইগুড়ি, শান্তনু করঃ দুর্গাপুজো মিটতেই ফের চোখ রাঙাচ্ছে বৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগের জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। এবার জলপাইগুড়ির লক্ষ্মীপুজোর বাজারে এই দুর্যোগের প্রভাব পড়ল।
দুর্গাপুজো সম্পন্ন হতেই রাজ্যের বিভিন্ন বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জোরকদমে চলছে কেনাকাটা। এই পরিস্থিতিতে বাধ সাধছে বৃষ্টি। সকাল থেকে জলপাইগুড়িতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, আকাশের মুখ ভার। ফলে সেই অর্থে ক্রেতা আসছেন না। এর জেরে প্রতিমা, পুজোর উপকরণ থেকে শুরু করে শাক সবজি, ফল, ফুল নিয়ে বসে থাকা ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।
advertisement
আরও পড়ুনঃ রবিবাসরীয় সকালে টানটান অ্যাকশন! নাটকীয় অভিযানে বহরমপুরে গ্রেফতার ৩, উদ্ধার হল..! বড়সড় সাফল্য পুলিশের
জলপাইগুড়ির লক্ষ্মীপুজোর বাজারে স্পষ্ট দুর্যোগের প্রভাব। সেই অর্থে ক্রেতাদের ভিড় নেই। দু-চারজন কেনাকাটা করতে আসছেন। দ্রুত জিনিসপত্র কিনে ফিরে যাচ্ছেন। ফলে ব্যবসার পসরা সাজিয়ে বসা মানুষগুলি বেজায় চাপে পড়েছেন।
advertisement
advertisement
এদিকে দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী বৃষ্টির জেরে উত্তাল তিস্তা। বানভাসি বহু এলাকা। তিস্তাপাড়ের অনেকের মনে এখন থেকেই উঁকি দিতে শুরু করেছে সেই ৬৮-র স্মৃতি। ৪ অক্টোবর লক্ষ্মীপুজোর আগের রাতে এক ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন জলপাইগুড়ির বাসিন্দারা। আজ লক্ষ্মীপুজোর বাজার সেই স্মৃতি উঁকি দিচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 05, 2025 4:31 PM IST