রবিবাসরীয় সকালে টানটান অ্যাকশন! নাটকীয় অভিযানে বহরমপুরে গ্রেফতার ৩, উদ্ধার হল..! বড়সড় সাফল্য পুলিশের
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
Arms and Ammunition Recovered: রবিবার সকালে বহরমপুর শহরে নাটকীয় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার ৩। ধৃতদের কাছ থেকে ৮টি ৭.৬৫ মিমি পিস্তল, ১৬টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার হয়েছে।
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় ধরণের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। রবিবার সকালেই বহরমপুর শহরে নাটকীয় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার একটি বিশেষ দল বহরমপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে ৩ জনকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে ৮টি ৭.৬৫ মিমি পিস্তল, ১৬টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
রবিবার দুপুরে বহরমপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম, জাহাবুল মণ্ডল (৩২), মুকুল মণ্ডল (৩২), ও হকদার শেখ (৪৯)।
আরও পড়ুনঃ নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও, এক ক্লিকে দেখুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের দীর্ঘদিন ধরেই আন্তঃ জেলা অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এসেছে এবং কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল সেই বিষয়ে জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় বহরমপুর থানায় নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে। অন্যান্য যুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল তল্লাশি অভিযান চালাচ্ছে।
advertisement
advertisement
এক তদন্তকারী আধিকারিক জানান, এই চক্রের পিছনে আরও কয়েকজন বড় সরবরাহকারীর যোগ থাকতে পারে। পুরো নেটওয়ার্কটি ভাঙার চেষ্টা চলছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আগামী দিনে আরও তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Oct 05, 2025 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রবিবাসরীয় সকালে টানটান অ্যাকশন! নাটকীয় অভিযানে বহরমপুরে গ্রেফতার ৩, উদ্ধার হল..! বড়সড় সাফল্য পুলিশের








