বাইকে বাইকে মুখোমুখি সং*ঘর্ষ, তারপরেই পি*ষে দিল ডাম্পার! হাড়হিম করা কাণ্ড ভাঙড়ে...
- Published by:Madhab Das
- local18
Last Updated:
মিক্সিং প্ল্যান্টের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। জখম হন আরও দুইজন। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার সাধারণ মানুষ।
ভাঙর, দক্ষিণ ২৪ পরগনা, কল্যাণ মন্ডল: মিক্সিং প্ল্যান্টের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। জখম হন আরও দুইজন। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুরের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর নাম মুস্তাকিন মোল্লা (২২)। তার বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মুস্তাকিন তাঁর মোটরবাইকে চড়ে নিউটাউনের দিক থেকে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি দ্রুতগতির মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার পর রাস্তার উপরেই ছিটকে পড়ে মুস্তাকিন। তখনই পিছন দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পোলেরহাট থানার পুলিশ ও ভাঙড় ট্র্যাফিক গার্ডের পুলিশ। তাঁরা মৃতদেহ তুলতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট পাকাপোল রাস্তার অত্যন্ত খারাপ থাকায় অতিষ্ট মানুষ। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে, এই অভিযোগ তুলে স্থানীয় লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ তাদের বুঝিয়ে মৃতদেহ অ্যাম্বুল্যান্সে করে জিরেনগাছা ব্লক হাসপাতালে নিয়ে যায়। জখম দুই বাইক আরোহীকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
স্থানীয় বাসিন্দা হাসিম আলী মোল্লা জানিয়েছেন, খারাপ রাস্তা আর রাস্তায় আলো না থাকার কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারেই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উচিত রাস্তার দিকে নজর দেওয়া।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 8:52 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইকে বাইকে মুখোমুখি সং*ঘর্ষ, তারপরেই পি*ষে দিল ডাম্পার! হাড়হিম করা কাণ্ড ভাঙড়ে...