North 24 Parganas News:'মৃত' রা দেবেন ভোট? ভোটার তালিকায় জ্বলজ্বল করছে মৃতদের নাম, হাসনাবাদের বুথে চাঞ্চল্যকর ঘটনা

Last Updated:

মৃতদের তালিকায় একাধিক নাম। কেউ মারা গিয়েছেন দু'বছর আগে, কেউ পাঁচ বছর আগে, আবার কেউ বা এক দশক আগেই পাড়ি দিয়েছেন না-ফেরার দেশে। তবু আজও তাঁদের নাম ভোটার তালিকায়

+
আমলানি

আমলানি গ্রাম পঞ্চায়েত

হাসনাবাদ: মৃতরাই দিচ্ছেন ভোট! হাসনাবাদের বুথে ২৭ মৃত মানুষের নাম ভোটার তালিকায়। ভোটার তালিকায় নাম জ্বলজ্বল করছে মৃত মানুষের! ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের ২৮৪ নম্বর বুথের। মোট ভোটার মাত্র ৯৩৯ জন, অভিযোগ, তাদের মধ্যে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বহুদিন আগেই।
মৃতদের তালিকায় রয়েছে মিনু মণ্ডল, মাখন সর্দার, পূজালী সরদার-সহ একাধিক নাম। কেউ মারা গিয়েছেন দু’বছর আগে, কেউ পাঁচ বছর আগে আবার কেউ বা এক দশক আগেই পাড়ি দিয়েছেন না-ফেরার দেশে। তবু আজও তাঁদের নাম ভোটার তালিকায়। পরিবারের দাবি, তারা জানতেই পারেননি যে তালিকা থেকে মৃতদের নামগুলি মুছে দেওয়া হয়েছে কি না। অনেকেই ভেবেছিলেন, মৃত্যু নিবন্ধনের পর প্রশাসনের তরফ থেকেই নাম বাদ যাবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন—এটা যে আলাদা একটি প্রক্রিয়া, সেটা হয়তো তাদের জানা ছিল না।
advertisement
এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ কটাক্ষ করে বলছেন, ‘‘এদের নাম ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে যাতে ভোটের সময় স্বর্গ থেকে তাঁরা নেমে এসে ভোট দিতে পারেন!’’ তাঁদের অভিযোগ, মৃতদের নাম ব্যবহার করে কিছু অসাধু চক্র ভুয়ো ভোট দিয়ে ফলাফল প্রভাবিত করতে পারে। এই প্রসঙ্গে আমলানি পঞ্চায়েতের উপপ্রধান নাসির উদ্দিন গাজী বলেন, ” এরকম ঘটনার কথা আমার জানা ছিল না। আজ প্রথম শুনছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।” প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি মন্তব্য পাওয়া যায়নি।
advertisement
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News:'মৃত' রা দেবেন ভোট? ভোটার তালিকায় জ্বলজ্বল করছে মৃতদের নাম, হাসনাবাদের বুথে চাঞ্চল্যকর ঘটনা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement